আর্কাইভ  শনিবার ● ৩ মে ২০২৫ ● ২০ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ৩ মে ২০২৫
কুড়িগ্রামে বিএনপির চেয়ারপার্সনেন উপদেষ্টা আব্দুস সালাম

এই সরকারকে জনগণের অধিকার ফিরে পাওয়ার জন্য বসানো হয়েছে, লং টাইম ক্ষমতায় থাকার জন্য বসানো হয়নি

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, রাত ০৮:২৫

Advertisement

কুড়িগ্রাম প্রতিনিধি :  বিএনপি'র চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, আওয়ামীলীগের কাউয়া কাদের বলেছিল যদি পট পরিবর্তন হয় একরাতে ৫ লক্ষ লোক মারা যাবে, এবং যাইতো তাই।  আওয়ামীলীগের বিরুদ্ধে আগুন জ্বলার কথা ছিল, বিএনপি'র নেতাকর্মীদের মনের আগুন। কিন্তু তারেক রহমানের এক নির্দেশে সারা দেশে বিএনপি'র সকল নেতাকর্মী বুকে পাথর দিয়ে শীতল হয়ে গিয়েছিল। এটাই হল বিএনপি। মাওলানা ভাষানী বলেছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এরা দেশটাকে লুটেপুটে খেয়ে ফেলবে। তারা দেশটাকেও খেয়ে ফেলছে, শেখ মুজিবকেও খেয়ে ফেলছে।
 
তিনি আরও বলেন, বিএনপি রাজনীতি করে দেশের মানুষের জন্য আর আওয়ামীলীগ রাজনীতি করে নিজের জন্য আর ভারতের জন্য। এদেশের মানুষ ভোট দিতে পারলে আওয়ামীলীগ ক্ষমতায় যেতে পারতো না। তাই ভোটের জন্য আমরা লড়াই করেছি। আমরা বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে ভোটের অধিকার অর্জন করেছি। 
 
আব্দুস সালাম আরও বলেন, আজকে বৈষম্য দূর করে ভোটের এবং মানুষের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য এই সরকারকে বসানো হয়েছে। আপনাদের লং টাইম ক্ষমতায় থাকার জন্য বসানো হয়নি। আপনাদের মাঝে যদি কারো ক্ষমতার লিপ্সা পয়ে বসে তাহলে তাদেরকে ক্ষমতার মসনদ থেকে দুরে সরান। না হলে ওই দু'একজনের জন্য আপনার সরকারের চরিত্র নষ্ট হয়ে যাবে। প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করে বলেন, আপনার ওপর এখনও দেশবাসীর আস্থা আছে। নিরপেক্ষ থেকে দ্রুততম সময়ে  একটি ভোটের  আয়োজন করেন। বিএনপি ক্ষমতায় যেতে চায় না। নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে চায়।
 
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা বিএনপি'র আয়োজনে বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম এসব কথা বলেন।
 
সমাবেশে আরও বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, কুড়িগ্রাম জেলা বিএনপি'র আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সাইফুর রহমান রানাসহ অন্যান্য নেতারা।
জনসভায় জেলা সদরসহ ৯ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃংখলা পরিস্থিতি উন্নতি, দ্রুত গণতান্ত্রীক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে সমাবেশের আয়োজন করে কুড়িগ্রাম জেলা বিএনপি। 
 

মন্তব্য করুন


Link copied