আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

‘গোপন বিয়ে’র ছবি প্রকাশ্যে আনলেন হিল্লোল

রবিবার, ২ মার্চ ২০২৫, রাত ০৮:৫৭

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  ১২ বছর আগে গোপনে বিয়ে করেন সে সময়ের জনপ্রিয় দুই তারকা আদনান ফারুক হিল্লোল ও নওশীন নাহরীন মৌ। বিয়ের পর দুজনে সংসারজীবন শুরু করলেও শুরুতে বিয়ের কথা স্বীকার করেননি। একটা সময় পর স্বীকার করলেও বিয়ের দিনের কোনো স্থিরচিত্র তাঁরা গণমাধ্যমে প্রকাশ করেননি। টেলিভিশন নাটকের একসময়ের জনপ্রিয় এই দুই তারকা এখন স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকেন। তাঁদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। গতকাল ১ মার্চ ছিল এই দুই তারকার বিবাহবার্ষিকী। এ দিনে হিল্লোল প্রকাশ করেছেন তাঁদের বিয়ের দিনে তোলা সেই স্থিরচিত্র। অপ্রকাশিত সেই স্থিরচিত্র প্রকাশের পর তাঁদের ভক্তরাও অভিনন্দন জানিয়েছেন হিল্লোল ও নওশীনকে।

বিয়ের দিনে তোলা স্থিরচিত্র প্রকাশ করেন হিল্লোল তাঁর ফেসবুকে লিখেছেন,‘মৌ, ১২তম বিয়েবার্ষিকীর শুভেচ্ছা। আমাদের বিয়ের দিনের ছবি কোনো দিন শেয়ার করা হয়নি। সত‍্যি কথা বলি, অফিশিয়াল ১২ বছর কোন দিকে চলে গেল, টেরই পেলাম না। সুস্থ থাকো, সুন্দর থাকো আর এ রকমই ছায়া হয়ে, আমার শক্তি হয়ে পাশে থাকো বাকিটা জীবন।’

একই দিনে অনেক পুরোনো একটি স্থিরচিত্র প্রকাশ করে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন নওশীন। তিনি স্থিরচিত্রটি পোস্ট করে লিখেছেন, ‘একসঙ্গে আমাদের যত ছবিই থাকুক না কেন, কোনো না কোনো কারণে এটিই আমার কাছে সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে প্রিয়। ১২তম বিয়েবার্ষিকীর শুভেচ্ছা, আমার স্বামী। এই দিনে আমার কাছে না থেকে তুমি আবারও প্রমাণ করে দিলে যে আমি সঠিক ছিলাম। তুমি সাধারণ কোনো মানুষ নও যে বিশেষ দিনগুলো মনে রাখো। এমনকি তোমার যে এই অন্য রকম ব্যক্তিত্ব, তা আমার খুবই প্রিয়। তোমার অসাধারণ সুন্দর মনের জন্য কৃতজ্ঞতা, যেটাকে আমার বাড়ি মনে করি, আমার শান্তিও।’

অভিনেতা আদনান ফারুক হিল্লোল এবং উপস্থাপিকা-অভিনেত্রী নওশীন নাহরীন মৌয়ের বিয়ের এক যুগ পূর্ণ হয়েছে গতকাল। ২০১৩ সালের ১ মার্চ তাঁরা ভালোবেসে বিয়ে করেছিলেন। বর্তমানে দুজনই সুখের সংসার পেতেছেন যুক্তরাষ্ট্রে। গত ১৩ জুলাই নওশীনের কোলজুড়ে তাঁদের সংসারের প্রথম সন্তান মাহভিশার জন্ম হয়।

ফুড ব্লগিং এবং বিভিন্ন ইভেন্টের কাজে বছরে বেশ কয়েকবার হিল্লোলকে দেশে আসতে হয়। তবে নওশীন অনেক দিন পরই দেশে আসেন। যদিও দুজনেই জানিয়েছেন, মনের মতো চিত্রনাট্য ও চরিত্র পেলে তাঁরা অভিনয়ও করবেন। অভিনয়ের তাড়না তাঁদের এখনো রয়েছে। মনের মতো ইভেন্ট বা শো হলে উপস্থাপনার মঞ্চেও ফিরতে চান নওশীন। বড় পর্দায় হিল্লোল ও নওশীন জুটি হয়ে একসঙ্গে কাজ করেছিলেন ‘হ্যালো অমিত’ চলচ্চিত্রে। সেই থেকে হিল্লোলের নাম মোবাইল ফোনে অমিত নামে সেভ করে রেখেছেন নওশীন। আর নওশীনকে হিল্লোল শুরু থেকেই সম্বোধন করেন মৌ নামে।

মন্তব্য করুন


Link copied