আর্কাইভ  মঙ্গলবার ● ৬ মে ২০২৫ ● ২৩ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ৬ মে ২০২৫

আবু সাঈদ হত্যা মামলায় রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ ছাত্রলীগ নেতা আকাশ 

মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, রাত ০৮:৪৩

Advertisement

মমিনুল ইসলাম রিপন: জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে তিন দিনের রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। 
 
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলী আদালত তাকে জেলা হাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই’র রংপুর পুলিশ সুপার এবিএম জাকির হোসেন আসামী জামিনে মুক্ত হয়ে পলাতক থাকার সম্ভাবনা থাকায় তাকে জেলা হাজতে আটকে রাখার জন্য আদালতের কাছে আবেদন করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা চার দিনের রিমান্ড আবেদন করেন আদালতে। পরে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
মামলা ও পুলিশ সুত্রে জানা যায়, ৫ আগস্ট পরবর্তী রংপুর থেকে পালিয়ে নিজ এলাকায় আশ্রয় নিয়েছিলেন আকাশ। গত ১৫ ফেব্রুয়ারি আকাশকে জামালপুরে ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আকাশ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছাড়াও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি। ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। ওই ঘটনায় তার বড় ভাই রমজান আলী একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পিবিআই তদন্ত করছে। এছাড়াও মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও অনুসন্ধানের তালিকায় রয়েছে।

মন্তব্য করুন


Link copied