আর্কাইভ  শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫ ● ২৫ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

নীলফামারীতে তিন লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, বিকাল ০৫:২৩

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ আগামী ১৫মার্চ (শনিবার) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে নীলফামারীতে ৩ লাখ ৭হাজার ২৬২টি শিশুকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১মাস বয়সী ৩১হাজার ৪০৯টি এবং ১২মাস থেকে ৫৯মাস বয়সী ২লাখ ৭৫হাজার ৮৫৩টি শিশু রয়েছে। 
আজ বৃহস্পতিবার(১৩ মার্চ) দুপুরে জেলা ইপিআই মিলনায়তনে সাংবাদিকদের নিয়ে ওরিন্টেশন কর্মশালায় এ তথ্য জানান সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক। তিনি জানান, কোন শিশু যাতে ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে সেজন্য প্রচার প্রচারণার পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের ইতোমধ্যে অবহিত করা হয়েছে। এছাড়াও মাইকিং করা হচ্ছে। যদি কোন শিশু বাদ পরে যায় তাহলে সে হাসপাতালে এসেও শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে পারবে। 
সভায় আরো জানানো হয়, ১৫ মার্চ জেলার ১হাজার ৫৯০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য ৩হাজার ১৮০জন স্বেচ্ছাসেবক ও ১৯১জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। এদিন ৬মাস থেকে ১১মাস বয়সী ৩১হাজার ৪০৯জন শিশুকে নীল এবং ১২মাস থেকে ৫৯মাস বয়সী ২লাখ ৭৫হাজার ৮৫৩জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। 
এসময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. আতিউর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও মিজানুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের সোহেল, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক নুর আলম সহ বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইন মাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন


Link copied