আর্কাইভ  বৃহস্পতিবার ● ১ মে ২০২৫ ● ১৮ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১ মে ২০২৫

গাইবান্ধায় ভাতিজার হাতে চাচা খুন

সোমবার, ৭ এপ্রিল ২০২৫, সকাল ০৯:৩২

Advertisement

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে ভাতিজা এনামুল হকের চাইনিজ কুড়ালের আঘাতে চাচা রুহুল আমিনের (৪৫) মৃত্যু হয়েছে। 

রোববার (৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া গ্রামের রুহুল আমিনের সাথে একই গ্রামের খোকা মিয়ার (সম্পর্কে ভাই) সাথে এক বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও বিচারাধীন রয়েছে। রোববার বিকেলে বিরোধপূর্ণ জমিতে রুহুল আমিনের বোন সাগরিকা এক গামলা মাটি আতে যায় (কাচাঘর লেপার জন্য)। এসময় খোকা মিয়া, তার ছেলে এনামুল হক ও তাদের লোকজন সাগরিকাকে মারধর করে। এ সময় রুহুল আমিন ও তার ছেলে হাসান আলী সাগরিকাকে উদ্ধার করতে গেলে এনামুল হক চাইনিজ কুড়াল দিয়ে রুহুল আমিনের মাথায় কোপ দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এছাড়া হাসান আলীকে বেধরক মারধর করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর খোকা মিয়া ও তার ছেলে এনামুল হকসহ তার লোকজন গা ঢাকা দিয়েছে।

নিহতের পারিবার জানায়, বিরোধপূর্ণ জমি সংক্রান্ত মামলায় খোকা মিয়া হেরে যায়। কিন্তু ওই জমিতে রুহুল আমিন যেতে পারতো না। এ নিয়ে ফুলছড়ি থানায় অভিযোগ দিয়েও কোনো লাভ হয়নি। যার কারণে আজকের হতাহতের ঘটানা ঘটেছে। 

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রজব আলী বলেন, নিহতের লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট তৈরি করার পর ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মন্তব্য করুন


Link copied