আর্কাইভ  বৃহস্পতিবার ● ১ মে ২০২৫ ● ১৮ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১ মে ২০২৫

পঞ্চগড়ে ফ্যাসিস্টের দোসরদের দ্বারা অভিনন্দন গ্রহণ করায় সদ্য নির্বাচিত বোদা উপজেলা বিএনপির সভাপতিকে শোকজ

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, রাত ০৮:৫১

Advertisement

পঞ্চগড় প্রতিনিধি: ফ্যাসিস্টের দোসরদের দ্বারা অভিনন্দন গ্রহণ করে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ করায় পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি আব্দুল মান্নানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ও সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ সাক্ষরিত কারণ দর্শানোর নোটিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এতে পত্র পাওয়ার ৭২ ঘন্টার মধ্যে জবাব দেয়ার নির্দেশনা দেয়া হয়।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়, আপনি বোদা উপজেলা বিএনপির নব-গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর বিগত ফ্যাসিস্ট দোসরদের দ্বারা আপনাকে অভিনন্দিত করার সম্মিলতি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় দলের ভাবমুর্তি ভীষনভাবে ক্ষুন্ন হয়েছে, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থি।

এহেন শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে না তা পত্র প্রাপ্তির ৭২ ঘন্টার মধ্যে জবাব প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

জেলা বিএনপির সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেন, ফ্যাসিস্টদের দ্বারা অভিনন্দন গ্রহণ করায় বোদা উপজেলা বিএনপির সভাপতি দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ করেছেন। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা কেন নেয়া হবেনা তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আমরা নোটিশটি তাকে পাঠিয়েছি। নোটিশ পাওয়ার ৭২ ঘন্টার মধ্যে তাকে পত্রের মাধ্যমে স্বশরীরে হাজির হয়ে জবাব দিতে হবে।

সদ্য নির্বাচিত বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান বলেন, বোদা ফ্রেন্ডস ক্লাবে আমাকে ফুল দেয়া হয়। সেই বিষয়ে কেন্দ্র করে আমাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। ইতিমধ্যে আমি পত্রটি হাতে পেয়েছি। ৭২ ঘন্টার মধ্যে আমি জবাব দেবো।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল দীর্ঘ ১৯ বছর পরে বোদা উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে ভোটের মাধ্যমে নির্বাচিত হন বোদা উপজেলা বিএনপির কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান।

মন্তব্য করুন


Link copied