নিউজ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ সম্প্রতি বিভিন্ন সমালোচনার মুখে পড়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা এবং দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে তিনি গঠনমূলক সমালোচনার পাশাপাশি তার ভালো কাজগুলোর প্রশংসাও করার আহ্বান জানিয়েছেন।
শনিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক আহমেদ বলেন, আমি জানি না কেন এত সমালোচনা হচ্ছে। ভালো কাজ করছি, সেটা কেউ বলছে না কেন? সবার কাছে অনুরোধ, সবাই যেন গঠনমূলক সমালোচনা করে। তিনি আরও বলেন, কোনো ফ্যাসিস্টের সঙ্গে আমার সম্পর্ক নেই, বিন্দুমাত্র সংশ্লিষ্টতা থাকলে আমি এখানে আসতে পারতাম না।
ফারুক আহমেদ আরও বলেন, ভালো কাজগুলো নিচে পড়ে যায়। আমরা ভালো কাজের প্রশংসা করব, খারাপ কাজের সমালোচনা হবে। মাঝে মাঝে ভালো কাজগুলো নিচে পড়ে যায়। আপনারা যদি সত্যিটা তুলে ধরেন, পক্ষপাতিত্ব না করেন, অপ্রয়োজনীয় সমালোচনামুক্ত যেন হতে পারি।
গঠনমূলক সমালোচনাকে সাদরে আমন্ত্রণ জানিয়ে বিসিবি সভাপতি বলেন, আমি এমন একজন মানুষ, আমি সবসময় বলি- যদি গঠনমূলক সমালোচনা করেন, সেটা গ্রহণযোগ্য। কিছু বিষয় প্রয়োজন ছাড়া করা হয়। না করলে ভালো। তাতে মূল ফোকাস সরে যায়। দায়িত্ব বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। এখানকার ত্রুটি তুলে ধরার চেষ্টা করব, তারপর বাকি কাজ।