আর্কাইভ  রবিবার ● ৪ মে ২০২৫ ● ২১ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ৪ মে ২০২৫
ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন

‘আমাদের এখানে নারী সাংবাদিক গ্রহণযোগ্য নয়, আপনি বেরিয়ে যান’

শনিবার, ৩ মে ২০২৫, রাত ১০:৪৩

Advertisement

নিউজ ডেস্ক:  ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের সংবাদ সম্মেলন থেকে এক নারী সাংবাদিককে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ‌‘এখানে নারী সাংবাদিক গ্রহণযোগ্য নয়’ বলে তাকে বের করে দেওয়া হয়।

শনিবার (৩ মে) দুপুরে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মনিকা চৌধুরী দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া প্রতিবেদক।

মনিকা চৌধুরী বলেন, “বরিশাল প্রেস ক্লাবে চরমোনাই হুজুরের সংবাদ সম্মেলনের খবর পেয়ে সেখানে যাই। তখন সংবাদ সম্মেলন শুরু হয়নি। যথারীতি অন্য সাংবাদিকদের সঙ্গে আমার ক্যামেরা-বুম প্রস্তুত করে ফুটেজ নিচ্ছিলাম। তখন হুজুরের অনুসারী কয়েকজন এসে বললেন, ‘আপনি একজন নারী। আপনি এখানে থাকতে পারবেন না। আমাদের এখানে নারী সাংবাদিক গ্রহণযোগ্য নয়। আপনি বেরিয়ে যান’।”

ওই সাংবাদিক আরও বলেন, ‘আমি জানতে চেয়েছিলাম নারী সাংবাদিক কেন গ্রহণযোগ্য নয়। উত্তরে তারা বলেন, এখানে অনেক হুজুর আছেন। তারা ব্যাপারটি পছন্দ করবেন না। অন্য সহকর্মীরা তাদের এই কথার প্রতিবাদ করলে তারা বলেন, নারী সাংবাদিক এখানে কিছুতেই থাকতে পারবে না। তাকে এখান থেকে চলে যেতেই হবে।’

মনিকা চৌধুরী বলেন, ‘ঘটনার পর আমি লজ্জা পেয়েছি, কান্না করে বের হয়ে গেছি। আমি তো একজন সংবাদকর্মী; নারী হই, পুরুষ হই, ট্রান্সজেন্ডার হই; আমি তো সেখানে সংবাদকর্মী পরিচয়ে দায়িত্ব পালন করতে গিয়েছি।’

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘বিষয়টি জানি না। ঘটনাটি আমার চোখে পড়েনি। তাছাড়া আমি একজন মুসলমান, আমাকে আমার ধর্ম পালন করার স্বাধীনতা দিতে হবে। রাষ্ট্রীয় আইন অনুযায়ী রাষ্ট্র চলবে। ব্যক্তিগতভাবে আমি ইসলাম পালন করতে বাধ্য।’

বরিশাল সিটি করপোরেশনের মেয়র হিসেবে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে বিজয়ী ঘোষণার দাবিতে দীর্ঘ আন্দোলনের অংশ হিসেবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মন্তব্য করুন


Link copied