নিউজ ডেস্ক: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনে নেমেছেন জুলাই বিপ্লবীরা। বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টার পর থেকে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন নাহিদ-হাসনাতরা। এবার তাদের সঙ্গে যোগ দিতে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে জাতীয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (৮ মে) রাত পৌনে একটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ ঘোষণা দেন তিনি।
ফেসবুক পোস্টে সারজিস বলেন, পঞ্চগড়ে ছিলাম। যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছি। বিপ্লবের সহযোদ্ধারা পুরো বাংলাদেশ থেকে ছুটে আসুন। জুলাই চলছে, চলবে।
এর আগে রাত ১০টা থেকে যমুনার সামনে অবস্থানের ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্য ছাত্রনেতারাও সেখানে অবস্থান নিয়েছেন।
তাদের সঙ্গে সংহতি জানিয়ে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, আপ বাংলাদেশ, জুলাই ঐক্য, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং জুলাই আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা সংগঠনগুলোর নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।