আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

আজকালের মধ্যে ইশরাককে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন : সালাহউদ্দিন

সোমবার, ১৯ মে ২০২৫, রাত ০৯:০১

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা, হয়তো আপনার কানে যেতেও পারে, নাও যেতে পারে, গেলে ভালো, আর যদি আপনি কানে না তুলেন, তাহলে সবার জন্যই খারাপ। ভাবটা এখন এমন হয়েছে আপনাদের, উপদেষ্টাগণ মনে করছেন, বাংলাদেশটা পুরোটাই বোধহয় তাদের। তারা মন যা চায়, তাই সিদ্ধান্ত নেবে এবং আমাদেরকে মেনে নিতে হবে। আপনারা যে রাস্তায় হাঁটছেন, সেটা অত্যন্ত অগণতান্ত্রিক পন্থায় হাঁটছেন।’

আজ সোমবার বিকালে সিলেট নগরীর শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে সিলেট বিভাগে বিএনপির নতুন সদস্য সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আপনারা কথা বলছেন গণতন্ত্রের বিপরীত ভাষায়, আপনারা কাজ করছেন আইনের শাসনের বিরুদ্ধে। একটি উদাহরণ দিয়ে কথা বলি, ঢাকার রাজপথে, নগর ভবনে, আজকে কয়েকদিন যাবৎ জনগণ, ঢাকা নগর ভবন তালাবদ্ধ করে রেখেছে। চতুর্দিক থেকে তারা ঘেরাও করে রেখেছে, আলটিমেটাম দিয়েছে স্থানীয় সরকার ও প্রতিষ্ঠানকে, যে আদালতের রায়ে যিনি মেয়র ঘোষিত হয়েছেন, প্রকৌশলী ইশরাক। ইলেকশন কমিশন যার নামে গ্যাজেট প্রকাশ করেছে আদালতের রায় মেনে, তাকে আপনারা শপথ গ্রহণ করাবেন না, বিভিন্ন রকমের কলাকৌশল করছেন। তাহলে কি এটা আইনের শাসন হলো? না। আইন আদালতের শাসন হলো? না।’

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আমরা কিসের শাসনের জন্য অপেক্ষা করছি? আইনের শাসনের জন্য। একজন অল্প বয়স্ক উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তারা মনে করছেন যে তারা আইনের আদেশ মানবেন না, কোর্টের আদেশ মানবেন না, ইলেকশন কমিশনের গ্যাজেট নোটিফিকেশনকে তারা তোয়াক্কা করবেন না, তাহলে গণতন্ত্রের বিপরীতে আপনাদের যাত্রা হলো।’

তিনি বলেন, ‘আমরা সবসময় আপনাদেরকে সহযোগিতা করেছি। এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা প্রতিশ্রুতবদ্ধ। কিন্তু তার মানে এই না যে, আমরা দাসখত দিয়েছি আপনাকে, যা করবেন, তাই সমর্থন করার জন্য। আমি আহ্বান করছি, অতি অল্প সময়ের মধ্যে, পারলে আজকের কালকের মধ্যে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে প্রকৌশলী ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন।’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম. রাসেদুজ্জামান মিল্লাত। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী ও এম.এ মালিক, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয় নির্বাহী কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার।

সিলেট জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা নুরুল হকের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত সভায় সূচনা বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে দায়িত্বে) তারিকুল আলম তেনজিন, স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

মন্তব্য করুন


Link copied