ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ও শালবাহান ইউনিয়নের পৃথক স্থানে ফসলি জমি কেটে অবৈধ ভাবে পাথর-বালু উত্তোলন করার দায়ে শাকিল সালেক (৩৫) ও কাবুল হোসেন (৪১) নামে দুই ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২১ মে) দুপুর থেকে সন্ধা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত দায়িত্বে থাকা (ভারপ্রাপ্ত) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী। এদের মধ্যে শাকিলকে ৬ মাসের ও কাবুল হোসেনকে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ভজনপুর ইউনিয়নের ভজনপুর এলাকার আব্দুল জলিলের ছেলে শাকিল সালেক (৩৫) ও শালবাহান ইউনিয়নের গোবরা গছ গ্রামের সলেমান আলীর ছেলে কাবুল হোসেন (৪১)।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের নির্দেশে বুধবার দুপুর থেকে সন্ধা পর্যন্ত তেঁতুলিয়া উপজেলায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর গ্রামে অভিযান পরিচালনা করে বালু- পাথর পরিবহনকারী ২টি ট্রাক্টরের ২টি ব্যাটারি ও একটি এক্সকেভেটরের ২টি সহ মোট ৪টি ব্যাটারি জব্দ করা হয়। এসময় অবৈধ ড্রেজারগুলোতে মবিলের লাইনে বালু দিয়ে ইঞ্জিন বিকল করার চেষ্টা করা হয় এবং ঘটনাস্থল থেকে শ্রমিকদের সর্দার শাকিলকে ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে বালু পাথর উত্তোলন দায়ে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এদিকে শালবাহান ইউনিয়নের শালবাগানে ট্রাক্টরদিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শ্রমিকদের সর্দার কাবুলকে আটক করা হয়। একই সাথে অবৈধভাবে বালু পাথর উত্তোলনের কাজে জড়িত থাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় একটি ট্রাক্টরের ব্যাটারী জব্দ করা হয়। দুজনেই শ্রমিকদের সর্দার হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে প্রশাসন।
একই সময় বালু ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত তিনটি ট্রাক্টর ও একটি এক্সকেভেটরের ব্যাটারী সহ মোট ৫টি ব্যাটারী জব্দ করে থানা পুলিশের জিম্মায় দেয়া হয়। পরে পুলিশের মাধ্যেমে কারাদণ্ড প্রাপ্ত দুইজনকে জেলহাজতে প্রেরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে এ সময় উপস্থিত ছিলেন, বিজিবির ভুতিপুকুর বিওপির ক্যাম্প কমান্ডার, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সহ পুলিশের একটি দল।