আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৯ মে ২০২৫ ● ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৯ মে ২০২৫

যে কারণে সচল হচ্ছে লালমনিরহাট বিমানবন্দর (ভিডিও)

মঙ্গলবার, ২৭ মে ২০২৫, রাত ১২:০০

Advertisement

নিউজ ডেস্ক: প্রয়োজনের নিরিখে বহুদিন পর নতুন করে চালু করা হচ্ছে লালমনিরহাটের পুরনো বিমানবন্দরটি। দেশের স্বার্থে এবং ভবিষ্যৎ চাহিদা মাথায় রেখে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সেনাসদর।

সোমবার (২৬ মে) বিকেলে সেনাসদরে এক সংবাদ ব্রিফিংয়ে সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্স অধিদফতরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উল-দৌলা বলেন, "দেশের সামগ্রিক সক্ষমতা বাড়ছে, সে অনুযায়ী আমাদের প্রয়োজনও বৃদ্ধি পাচ্ছে। লালমনিরহাট বিমানবন্দরটি দীর্ঘদিন অব্যবহৃত থাকলেও প্রয়োজনীয়তার ভিত্তিতে এটি নতুন করে সচল করা হচ্ছে।"

তিনি জানান, বিমানবন্দরটির পরিধি ও কার্যক্রম সম্প্রসারণ করা হবে এবং সেখানে নতুন অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। তিনি আরও বলেন, "আপনারাই জানেন, ওই এলাকায় একটি এরোস্পেস বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। এভিয়েশন খাতের সম্প্রসারণের অংশ হিসেবে এই বিমানবন্দরকে কাজে লাগানো হবে। এটি একটি জাতীয় সম্পদ এবং দেশের প্রয়োজনে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে।"

ব্রিগেডিয়ার জেনারেল নাজিম-উল-দৌলা বলেন, "এই মুহূর্তে কোন বিদেশি প্রতিষ্ঠান, বিশেষ করে চীনা কোনো সংস্থা, এই বিমানবন্দর ব্যবহার করবে কিনা সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। তবে আমি আশ্বস্ত করতে পারি, দেশের নিরাপত্তা বা স্বার্থের প্রতি হুমকি সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ডে কাউকে সম্পৃক্ত করার আগে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো বিষয়টি যথাযথভাবে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।"

তিনি বলেন, এখন পর্যন্ত এমন কোনো বিষয় সরকারিভাবে তাদের কাছে আসেনি। তবে যদি আসে, তাহলে যথাযথ নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য করুন


Link copied