আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

ঠাকুরগাঁও সীমান্তে পুশইন করা ২ ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, সকাল ০৮:৫৭

Advertisement Advertisement

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও চাপসার সীমান্ত দিয়ে অবৈধভাবে বিএসএফ ২৩ জনকে পুশইন করলে দিনাজপুরের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪২ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশকালে তাদের আটক করেন। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ২১ জনকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করে হস্তান্তর করা হলেও ২ জন ভারতীয় নাগরিক হিসেবে চিহ্নিত হন। পরে তাদের ফেরত পাঠিয়েছেন বিজিবি। 
 
সোমবার (১৬ জুন) রাত ৮টা ১৫ মিনিটের দিকে দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি।
 
ভারতীয় নাগরিক দুজন হলেন - উত্তর চব্বিশ পরগনার জেলার বাগদা থানার হরিহারপুর গ্রামে তাহাজুর মন্ডলের ছেলে ফজের মন্ডল (২১) ও তার স্ত্রী তাছলিমা মন্ডল (১৯) ।
 
৪২ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ জুন রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের চাপসার বিওপির দায়িত্বপূর্ণ দক্ষিণ সীমান্ত পিলার ৩৪৭/১-এস বরাবর ভারতের অভ্যন্তর থেকে ২৩ জন (৫ জন পুরুষ, ১২ জন নারী ও ৬ জন শিশু) বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি টহল দল তাদের আটক করে।
 
জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে ২১ জনকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করা হয় এবং তাদের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানায় সোপর্দ করা হয়। তবে বাকী দু'জনের পরিচয় নিশ্চিত করে দেখা যায়, তারা ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার বাসিন্দা ও তারা দুজনে স্বামী-স্ত্রী। 
 
পরবর্তীতে বিজিবি কর্তৃপক্ষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ৮৭ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের আয়োজন করে। ১৬ জুন সন্ধ্যা ৭টায় সীমান্ত পিলার ৩৪৯/৫-এস এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে ওই দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
 
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মানবপাচার ও অনুপ্রবেশসহ সকল অপরাধ প্রতিরোধে তারা নির্বিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন এবং এবিষয়ে তথ্য প্রদান করতে সকলের সহযোগিতা কামনা করেন তারা।

মন্তব্য করুন


Link copied