আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

কমিটি গঠনের দুইদিনের মাথায় এনসিপির ৪ সদস্যর পদত্যাগ

শুক্রবার, ২০ জুন ২০২৫, বিকাল ০৫:১০

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  রাজশাহীর বাগমারা উপজেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটির চার সদস্য পদত্যাগ করেছেন। কমিটি গঠনের দুইদিনের মাথায় তারা পদত্যাগ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এবং কেন্দ্রীয় দপ্তরে পদত্যাগপত্র পাঠিয়ে ওই চারজন পদত্যাগ করেন।

পদত্যাগকৃতরা হলেন- হাফিজুর রহমান, হাদিউজ্জামান রাফি, ফুয়াদ হাসান গানিম ও রাবিউল ইসলাম।

গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) ফেসবুকে দেওয়া পোস্টে পদত্যাগী নেতারা ব্যক্তিগতসহ বিভিন্ন কারণের কথা উল্লেখ করেছেন।
 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৭ জুন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ২০ সদস্যের বাগমারা উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে আলী মর্তুজাকে উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী এবং রফিকুল ইসলাম ও আল-আমিনকে যুগ্ম সমন্বয়কারী করা হয়। পাশাপাশি আরো ১৭ জনকে সদস্য হিসেবে রাখা হয়।

কমিটির মেয়াদ নির্ধারণ করা হয় অনুমোদন পরবর্তী তিন মাস অথবা পূর্ণাঙ্গ উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত। এনসিপির উপজেলা কমিটিতে নিজেদের নাম তালিকাভুক্ত হওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেন হাদিউজ্জামান রাফি। তিনি বলেন, ‘আমি রাজনীতি করতে চাই না, এ কথা আগেই তাদেরকে জানিয়েছিলাম। তবু আমার নাম কমিটিতে রাখা হয়েছে।

তাই পদত্যাগপত্র পাঠিয়ে নিজেকে সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতির অনুরোধ জানিয়েছি।’

আরেক পদত্যাগকারী ফুয়াদ হাসান গানিম বলেন, ‘আমি বিএনপি পরিবারের সন্তান। একাধিকবার অনিচ্ছার কথা জানানোর পরও আমার নাম কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই বাধ্য হয়ে পদত্যাগ করেছি।’

পদত্যাগ করা রাফিউল ইসলাম বলেন, ‘আমি ব্যবসার মানুষ।

কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে জড়াতে চাই না। তাই ঘোষিত কমিটি থেকে নাম প্রত্যাহারের জন্য আবেদন করেছি।’

এনসিপির উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আলী মর্তুজা বলেন, ‘তারা পারিবারিক বা সামাজিক চাপের মুখে সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তবে কেউ যদি নিজ ইচ্ছায় পদত্যাগ করেন সেটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এ ক্ষেত্রে কেন্দ্রীয় কমিটি প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেবে।’

মন্তব্য করুন


Link copied