পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে মাদক সেবন ও বিক্রয় করায় নিজের সন্তানকে ধরিয়ে দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন সফিয়ার রহমান।
পাটগ্রাম পৌরসভার ৮ নং ওয়ার্ড স্টেশন পাড়া এলাকায় মাদক সেবন ও বিক্রির দায়ে রাকিব (২৪) নামে ঔ যুবককে ৫০০ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস।
জানা যায়, সোমবার (৩০ জুন) দুপুর দেড়টার দিকে রসূলগঞ্জ বাজার (স্টেশন পাড়া) মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট/অভিযান পরিচালনা করার সময় পিতা সফিয়ার রহমান ছেলে রাকিবকে মাদক সেবন ও বিক্রির দায়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তর কুমার দাসকে অবগত করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ৫০০ টাকা অর্থদণ্ডসহ ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তর কুমার দাস বলেন,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। আজকে নিজের সন্তানকে ধরিয়ে দিয়েছেন এক দম্পতি। এভাবে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।