আর্কাইভ  বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫ ● ২৪ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫
মাঠে নামছে খালেদা জিয়া, প্রস্তুত স্পেশাল বুলেটপ্রুফ গাড়ি

মাঠে নামছে খালেদা জিয়া, প্রস্তুত স্পেশাল বুলেটপ্রুফ গাড়ি

তিস্তা নদী শুধু উত্তরাঞ্চলের নয়, বাংলাদেশের অর্থনীতির এক অবিচ্ছেদ্য অংশ- দুলু

তিস্তা নদী শুধু উত্তরাঞ্চলের নয়, বাংলাদেশের অর্থনীতির এক অবিচ্ছেদ্য অংশ- দুলু

রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা, কারখানা বন্ধ ঘোষণা

রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা, কারখানা বন্ধ ঘোষণা

জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

শেখ হাসিনা-কাদের-কামাল-শামীম ওসমানের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আরও চার হত্যা মামলা

বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫, রাত ১২:১৩

Advertisement

নিউজ ডেস্ক:  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১১ মাস পরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আরও চারটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতদের স্বজনরা। গত ২৭ জুন থেকে ৩০ জুনের মধ্যে মামলাগুলো দায়ের করা হয়। তবে বুধবার (২ জুলাই) দুপুরে মামলা দায়েরের বিষয়টি জানা যায়। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলাগুলোর এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকা-চট্টগ্রাম সহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও লিংক রোডের জালকুড়ি এলাকায় নিহতদের মধ্যে চারজনের স্বজনরা বাদী হয়ে পৃথক চারটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতরা হলেন- পলিথিন কারখানার শ্রমিক আলাউদ্দিন (৩৬), সাধারণ শ্রমিক সুজন খান (২৯), ইন্টেরিয়র ডিজাইন শ্রমিক সেলিম মন্ডল ও আব্দুস সালাম।

চারটি মামলার তিনটিতে এজাহার নামীয় আসামি থাকলেও একটি মামলায় কারো নাম নেই। তিনটি মামলার এজাহার নামীয় আসামিরা হলো- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সাংসদ শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল। এছাড়া প্রতিটি মামলায় রয়েছে অজ্ঞাত আসামি। চারটি মামলায় মোট ৩৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলাগুলোর সূত্রে আরও জানা যায়, গত ২৭ জুন নিহত আলাউদ্দিনের বড় ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় শামীম ওসমান, আজমেরি ওসমান, অয়ন ওসমান, শাহজালাল বাদলের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। আলাউদ্দিন ২০ জুলাই বিকেলে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এদিকে, ৩০ জুন আরও তিনটি হত্যা মামলা দায়ের করা হয় সিদ্ধিরগঞ্জ থানায়। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত শ্রমিক সুজন খান (২৯) এর বাবা মুনজিল হোসেন বাদী হয়ে অজ্ঞাত ৭০ থেকে ৮০ জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন। গত বছরের ১৯ জুলাই রাতে গুলিতে সুজন খান নিহত হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

গত বছরের ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকার ডাচ বাংলা ব্যাংকে প্রথমে গুলি এবং পরে পুড়িয়ে হত্যার ঘটনায় নিহত ইন্টেরিয়র ডিজাইন শ্রমিক সেলিম মন্ডল নিহতের ঘটনায় তার বড় ভাই ওয়াজেদ আলী বাদী হয়ে ৩০ জুন সিদ্ধিরগঞ্জ থানায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খাঁন কামাল, শামীম ওসমান, শাহজালাল বাদল, আজমেররি ওসমান, অয়ন ওসমানসহ অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। 

একই দিনের একই ঘটনায় নিহত ইন্টেরিয়র ডিজাইন শ্রমিক আব্দুস সালামের ভাই বাদী হয়ে একই ব্যাক্তিদের নামসহ অজ্ঞাত আরও ৬০ থেকে ৭০ জনের নামে গত ৩০ জুন আরও একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মন্তব্য করুন


Link copied