আর্কাইভ  শুক্রবার ● ৪ জুলাই ২০২৫ ● ২০ আষাঢ় ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ৪ জুলাই ২০২৫

সুযোগ পেলে দ্বিপাক্ষিক ওয়ানডেকে তুলে দেবেন তিনি

শুক্রবার, ৪ জুলাই ২০২৫, দুপুর ০২:৪০

Ad

নিউজ ডেস্ক:  টি-টোয়েন্টির শুরুর দিকে ধারণা করা হতো, এটা বুঝি টেস্ট ক্রিকেটকে হুমকির মুখে ফেলে দেবে। তবে দুই দশক পর এখন দেখা যাচ্ছে, টেস্ট নয়, মূলত ওয়ানডে ক্রিকেটকেই বিপদে ফেলে দিয়েছে এই ফরম্যাট। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে দর্শকখরাও সাক্ষ্য দিচ্ছে এই দাবির পক্ষে। 

তাই মাঝে মধ্যেই ওয়ানডে ক্রিকেট নিয়ে আলাপ উঠছে। সেই আলাপে এবার যোগ দিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হাইনরিখ ক্লাসেন। তিনি জানালেন, তার কাছে সুযোগ এলে ওয়ানডে ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজটাই তুলে দিতেন।

সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাসেন জানান এ কথা। তিনি মনে করেন, এখনকার ক্রিকেট ক্যালেন্ডার অনেক বেশি ব্যস্ত এবং এতে পরিবর্তন আনা দরকার।

তিনি বলেছেন, ‘আমার মনে হয় একমাত্র পরিবর্তন যা আমি আনতে চাই তা হলো, আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিপাক্ষিক ওয়ানডে ম্যাচ বাদ দিন। যারা বেশি টেস্ট খেলে না, তাদের বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ দিন। আর বেশি টি-টোয়েন্টি খেলা উচিত, কারণ মানুষ সেটা দেখতে চায়। ওয়ানডে বিশ্বকাপ রাখতে পারেন, আর বিশ্বকাপ শুরুর এক মাস আগে প্রতিটি দলকে ৫টি ম্যাচ খেলতে দিন, যাতে ওয়ানডের সাথে মানিয়ে নিতে পারে।’

ক্লাসেন আরও বলেন, আন্তর্জাতিক ক্রিকেটারদের আর্থিক দিকটিও গুরুত্বের সাথে দেখতে হবে। খেলোয়াড়রা যেন কেবল অর্থ উপার্জনের জন্য বিভিন্ন লিগে খেলতে না বাধ্য হয়, সেজন্য বোর্ডগুলোর উচিত তাদের সঠিকভাবে দেখভাল করা।

তিনি বলেন, ‘এটা খুব বড় পরিবর্তন নয়। সমস্যা হবে আন্তর্জাতিক দলগুলোতে। যদি আন্তর্জাতিক খেলোয়াড়দের ভালোভাবে দেখা না হয়, তারা টাকা আয়ের জন্য লিগে চলে যাবে। অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের খেলোয়াড়দের দিকে তাকান, তারা ভালো সুবিধা পায়, তাই তাদের লিগে খেলতে দৌড়াতে হয় না।’

নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে ক্লাসেন জানান, তিনি ২০১৮ সালে ওডিআই এবং টি-টোয়েন্টিতে অভিষেক করেন এবং দ্রুতই দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা সাদা বলের খেলোয়াড় হয়ে ওঠেন। ৬০টি ওডিআইতে তিনি দুই হাজারের বেশি রান করেন ৪৪ গড়ে। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ১৭৪ রানের ইনিংসটি পাঁচে নেমে করা দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।

স্পিনারদের বিপক্ষে দারুণ দক্ষ ক্লাসেন ৫৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলেছেন ১৪১.৮৪ স্ট্রাইকরেটে। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

মন্তব্য করুন


Link copied