আর্কাইভ  বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫ ● ১২ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫
রংপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ সদস্য জেল হাজতে

রংপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ সদস্য জেল হাজতে

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী- যথেষ্ট ভালো, মির্জা ফখরুল

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী- যথেষ্ট ভালো, মির্জা ফখরুল

নারী উদ্যোক্তা তনির বিরুদ্ধে সাবেক স্বামীর অভিযোগ

নারী উদ্যোক্তা তনির বিরুদ্ধে সাবেক স্বামীর অভিযোগ

ছেলে-মেয়েকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

ছেলে-মেয়েকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

ইয়াসমিন হত্যার ৩০ বছরেও নারীর নিরাপত্তা নিশ্চিত হয়নি

সোমবার, ২৫ আগস্ট ২০২৫, রাত ০১:৩৫

Advertisement

নিজস্ব প্রতিবেদক:  নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলা শাখার উদ্যোগে প্রেস ক্লাব চত্বরে মিছিল ও সমাবেশ করা হয়েছে। গতকাল দুপুরে সংগঠনের জেলা সদস্য আলো বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রংপুর জেলা কমিটির নেতা প্রিয় রাণী প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, ১৯৯৫ সালের এই দিনে দিনাজপুরের ১৪ বছরের  কিশোরী  ইয়াসমিনকে একদল পুলিশ সদস্য গণধর্ষণ করে নির্মমভাবে হত্যা করে।

এর বিরুদ্ধে দিনাজপুরবাসী প্রতিরোধ গড়ে তোলে। প্রতিরোধ আন্দোলনে পুলিশের গুলিতে সাতজন আন্দোলনকারী নিহত হন।  সারা দেশে প্রতিরোধ গড়ে ওঠে। আন্দোলনের মুখে তিন পুলিশ সদস্যের ফাঁসি হয়। এরপর কেটে গেছে ৩০ বছর। কিন্তু আজও নারীর নিরাপত্তা নিশ্চিত হয়নি। অথচ শোষণ নিপীড়নের বিরুদ্ধে প্রত্যেকটি প্রতিরোধ আন্দোলনে নারী সম্মুখ সারিতে থেকে লড়াই করেছে, রক্ত ঝরিয়েছে। বক্তারা আরও বলেন, সর্বশেষ ফ্যাসিবাদবিরোধী জুলাই আন্দোলনে চরম নিপীড়নের মুখে আন্দোলন যখন পিছু হটতে থাকে নারীরাই তখন এই আন্দোলনকে এগিয়ে নিয়েছে। কিন্তু ফ্যাসিবাদী সরকারের পতনের পর নারীদের দূরে ঠেলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নতুন পরিস্থিতিতে নারীদেরকেই আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। পরিকল্পিতভাবে  জুলাইয়ের যে চেতনা- ধর্ম, বর্ণ এবং লিঙ্গীয় বৈষম্যমুক্ত, স্বাধীন, মানবিক সমাজ গড়ার আকাঙ্খা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। এভাবে একটি সভ্য সমাজ গড়ে উঠতে পারে না।

মন্তব্য করুন


Link copied