আর্কাইভ  শনিবার ● ৫ জুলাই ২০২৫ ● ২১ আষাঢ় ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ৫ জুলাই ২০২৫

‘মুজিব পরিবারের জমিদারি ভেঙেছি, নতুন ফ্যাসিবাদ এলেও লড়াই করব’

শুক্রবার, ৪ জুলাই ২০২৫, বিকাল ০৭:৫৩

Ad

পঞ্চগড় প্রতিনিধি :  মুজিব পরিবারের জমিদারি ভাঙা হয়েছে, নতুন কোনো ফ্যাসিবাদ তৈরি হলে তাদের বিরুদ্ধেও লড়াই করবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারে এনসিপির কার্যালয় উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

নাহিদ বলেন, বিগত দিনে সনাতন ধর্মাবলম্বী ভাইবোনেরা অনেক নির্যাতিত হয়েছেন আওয়ামী লীগের মাধ্যমে। আওয়ামী লীগ সাম্প্রদায়িক দল। তারা কখনো সনাতন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে ইনসাফ করেনি। মুজিব পরিবার দেশের জমিদারি নিয়েছিল, তা ভেঙেছি আমরা। নতুন কোনো ফ্যাসিবাদ তৈরি হলে তাদের বিরুদ্ধেও আমরা লড়াই করব।

এনসিপির আহ্বায়ক বলেন, আমাদের প্রত্যাশা দেশটাকে আমরা নতুন করে গড়ব, ইনসাফের ভিত্তিতে শান্তির ভিত্তিতে আমরা দেশটাকে গড়ে তুলবো। চাঁদাবাজি সন্ত্রাসমুক্ত একটা দেশ হবে।  

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের গণঅভ্যুত্থানে যেসব তরুণ নেতৃত্ব দিয়েছিলাম তারা মিলে এই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, সেই পার্টি আপনাদের সঙ্গে নিতে চায়, জনগণের কথা বলতে চায়, অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে রাজনীতি করতে চায়।

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে এলাকার গর্ব উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সারজিস আলম শুধু আটোয়ারীর নন, তিনি এখন সারা বাংলাদেশের। বাংলাদেশের মানুষের জন্য তিনি কথা বলছেন, লড়াই করছেন। তাকে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া আছে। উত্তরাঞ্চলের মানুষ দীর্ঘদিন বৈষম্য এবং অবহেলার শিকার। ফ্যসিস্টের পতনের পর আবারও নতুন করে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস এবং মাদক শুরু হয়েছে। যুবসমাজকে আবার অধঃপতনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কি এজন্যই গণঅভ্যুত্থান করেছিলাম? শুধু আটোয়ারী নয়, বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা বৈষম্যহীন, মাদক ও সন্ত্রাসমুক্ত করে গড়ে তুলবো।

দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আজকে যারা চাঁদাবাজি করছে ক্ষমতায় গেলে তারা আপনার টিন খুলে নিয়ে যাবে। আমাদের দেশের ভোটাররা দুইশত টাকা দিয়ে ভোট বিক্রি করেন। আপনারা যদি টাকা দিয়ে ভোট বিক্রি করেন, তাহলে যোগ্য নেতা কখনো দায়িত্বে আসবে না। তারা পাঁচ বছর নির্যাতন করবে। সেজন্য যোগ্য নেতা প্রাধান্য দেবেন।

সারজিস আলম বলেন, দেশে এখন মামলা বাণিজ্য চলছে। আর চাঁদাবাজদের এনসিপিতে দরকার নেই। সংস্কারের মাধ্যমে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বান্দরবানে পাঠানো হবে।

এসময় বক্তারা সারজিস আলমকে আটোয়ারী তথা পঞ্চগড়ের যোগ্য সন্তান হিসেবে তার পাশে থেকে জেলার উন্নয়ন ও এনসিপির পাশে থাকার আহ্বান জানান।

মন্তব্য করুন


Link copied