আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

জাপা থেকে অব্যাহতির সিদ্ধান্ত ‘অগঠনতান্ত্রিক’, প্রত্যাখ্যান করলেন আনিসুল-রুহুল-মুজিবুল

মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, বিকাল ০৭:৪০

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) শীর্ষ তিন নেতাকে অব্যাহতির যে সিদ্ধান্ত দলটির চেয়ারম্যান জি এম কাদের নিয়েছেন, তা প্রত্যাখ্যান করেছেন ওই তিন নেতা। তাঁরা বলছেন, সম্পূর্ণ ‘বেআইনি ও অগঠনতান্ত্রিকভাবে’ সভা ডেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে। চেয়ারম্যানের এই সিদ্ধান্ত তাঁরা মানেন না।

আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সদ্য অব্যাহতি পাওয়া জাপার জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মো. মুজিবুল হক (চুন্নু)।

জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে চলমান অস্থিরতার ধারাবাহিকতায় গতকাল সোমবার আনিসুল ইসলাম, রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হককে দলীয় পদ থেকে অব্যাহতি দেন জি এম কাদের। একই সঙ্গে শামীম হায়দার পাটোয়ারীকে দলের নতুন মহাসচিব করা হয়।

এই প্রেক্ষাপটে আজ সংবাদ সম্মেলন ডেকে আনিসুল ইসলাম বলেন, জি এম কাদের যে সভা ডেকে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, এই সভা তিনি ডাকতে পারেন না। দলের গঠনতন্ত্র অনুযায়ী সভা ডাকতে পারেন দলের মহাসচিব। তাই তাঁদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা তাঁরা মানেন না। তাঁরা তাঁদের পদেই বহাল রয়েছেন।

জাপার গঠনতন্ত্রের যে ধারা অনুযায়ী ওই তিন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তা বাতিলের দাবি জানিয়ে দলটির এই নেতা বলেন, ‘কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলে এমন স্বৈরাচারী ধারা থাকতে পারে না। এর মাধ্যমে চেয়ারম্যান একাই দলে যে কাউকে যুক্ত ও বহিষ্কার করতে পারেন। এই ধারা বাতিল করতে হবে।’

জাপার প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদ অসুস্থ থাকা অবস্থায় তাঁর কাছ থেকে জোর করে দলের কো-চেয়ারম্যানের দায়িত্ব জি এম কাদের নেন বলেও অভিযোগ করেন আনিসুল ইসলাম।

দ্রুত সময়ের মধ্যে জাতীয় পার্টির কাউন্সিল আয়োজনের দাবি জানিয়ে আনিসুল ইসলাম বলেন, কাউন্সিলেই সিদ্ধান্ত হবে জাতীয় পার্টিতে কারা থাকবেন, কারা থাকবেন না।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যানের উদ্দেশে মুজিবুল হক বলেন, ‘চেয়ারম্যান জি এম কাদের দলের ২৮ জনকে পদোন্নতি দিয়েছেন। অথচ মহাসচিব হিসেবে তা আমি জানি না। আপনার যে কাউন্সিল, সেই কাউন্সিলে যাব। সেই কাউন্সিলে আমরা অংশগ্রহণ করব। আপনি যেতে না দিলেও আমরা যাব।

‘জাতীয় পার্টিকে ভাঙতে আমরা দেব না, আপনি যতই চেষ্টাই করুন। আপনি ব্যক্তিস্বার্থের জন্য দলকে ভাঙার পরিকল্পনা করবেন, তা আমরা হতে দেব না। আপনার চেয়ে এই দলে আমাদের অবদান বেশি। আমাদের দরদ বেশি। দলকে কোনো অবস্থাতেই ভাঙতে দেব না।’

শক্তিশালী গোষ্ঠীর ষড়যন্ত্রে দল থেকে বাদ দেওয়া হয়েছে অভিযোগ করে অব্যাহতি পাওয়া জাপার আরেক নেতা রুহুল আমিন হাওলাদার বলেন, জি এম কাদের দলের ক্ষতি করছেন। তিনি যা করছেন, তা কোনো সুস্থ রাজনীতিবিদ করতে পারেন না।

জাতীয় পার্টি থেকে আগেই অব্যাহতি পাওয়া কাজী ফিরোজ রশীদও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন


Link copied