শাহ্ আলম শাহী, দিনাজপুর: দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরিক্ষার পাশের হার ৬৭.০৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১৫ হাজার ৬২ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা পরীক্ষার নিয়ন্ত্রক অধ্যাপক মীর সাজ্জাদ আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে অংশ নেয় মোট ১ লক্ষ ৮৫ হাজার ৬৭ জন , পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১ লক্ষ ২২ হাজার ১৪৬ জন। পাশের হার ৬৭.০৩ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৬৯.৭৮ এবং ছাত্রদের পাশের হাত ৬৪.৩৮ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১৫ হাজার ৬২ জন।
উল্লেখ দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আটটি জেলা থেকে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ২৭৮২ শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ২৮০ টি।