নিজস্ব প্রতিবেদক, মমিনুল ইসলাম রিপন, রংপুর: জুলাই শহীদ দিবস ও আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে (১৬ জুলাই) বুধবার সকাল সাড়ে ৭টায় পীরগঞ্জের জাফরপাড়ায় আবু সাঈদের কবর জিয়ারত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। ২০২৪ সালে ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত, জাতীয় বীর, গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আবু সাঈদ।
তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ এটিএম আযম খান, রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, সেক্রেটারি মাওলানা এনামুল হক, রংপুর মহানগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, আল আমিন হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।