আর্কাইভ  শুক্রবার ● ১৮ জুলাই ২০২৫ ● ৩ শ্রাবণ ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১৮ জুলাই ২০২৫
কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে ঘিরে ব্যাপক সংঘর্ষ, সারাদেশে নিহত ৩১

ফিরে দেখা জুলাই বিপ্লব
কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে ঘিরে ব্যাপক সংঘর্ষ, সারাদেশে নিহত ৩১

১৮ জুলাই ‘জুলাই আন্দোলন’ স্মরণে ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘোষণা

ফিরে দেখা জুলাই বিপ্লব
আন্দোলন নেয় মোড়
১৮ জুলাই ‘জুলাই আন্দোলন’ স্মরণে ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘোষণা

রংপুরে আবু সাঈদ হত্যায় এসি ইমরানকে আসামি করার দাবি ভাইয়ের

তথ্য গোপন করে বিসিএস কর্মকর্তা  
রংপুরে আবু সাঈদ হত্যায় এসি ইমরানকে আসামি করার দাবি ভাইয়ের

জুলাই বিপ্লবের এক বছর: নতুন সূর্য, পুরনো ক্ষত ও অটুট প্রত্যয়

জুলাই বিপ্লবের এক বছর: নতুন সূর্য, পুরনো ক্ষত ও অটুট প্রত্যয়

বিএনপিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, বিকাল ০৭:০৭

Advertisement

নিজস্ব প্রতিবেদক :  বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বৃষ্টিকে উপেক্ষা করে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

এরপর টাউন হলের সামনে সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়নসহ অন্যরা। 

যুবদল নেতারা বলেন, সারা দেশের একের পর এক হত্যাকান্ডের ঘটনা ঘটছে। মবের নামে বিচার বহির্ভূত কাজ করা হচ্ছে। মানুষের ব্যবসা-বাণিজ্য লুটপাট করা হচ্ছে। এরপরেও সরকারের নির্লিপ্ততায় আইন-শৃঙ্খলা বাহিনী নির্বিকার। নিষিদ্ধ ছাত্রলীগ বিভিন্ন স্থানে সক্রিয় হচ্ছে, নানা ধরণের অপকর্ম করছে। জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকারীরা গ্রেপ্তার হচ্ছে না। এসব বর্তমান সরকার ও প্রশাসনের ব্যর্থতার বহিঃপ্রকাশ।

বক্তারা আরও বলেন, সম্প্রতি একটি গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে শিষ্টাচার বর্হিভূত বক্তব্য দিচ্ছে। এরা নিজেদের পরিচয় দিতে ভয় পায়। তাই কখনো ছাত্রলীগ, কখনো ওমুক-তমুক প্লাটফর্মে ভর করে অপরাজনীতি করছে। গুপ্ত রাজনীতিকারীরা দেশের শত্রু জাতির শত্রু। এরা দেশের ভালো চায় না। কাউকে খুশি করতে সরকার যদি এসব ঘটনায় চুপ থাকে তাহলে ফ্যাসিবাদী ব্যবস্থা আবার কায়েম হবে। অবিলম্বে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে আমরা কঠোর আন্দোলন কর্মসূচী পালনে বাধ্য হবো। 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে রংপুর মহানগর যুবদলের নেতৃবৃন্দ ছাড়াও নগরীর বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। তারা এই কর্মসূচি থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ও ইসলামী ছাত্রশিবিরকে ইঙ্গিত করে বিভিন্ন স্লোগান দেন।  

মন্তব্য করুন


Link copied