আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫ ● ৯ শ্রাবণ ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫
সরকার নির্ধারিত জায়গায় দাফন করতে কেউ সম্মত হননি

মাইলস্টোন ট্রাজেডি
সরকার নির্ধারিত জায়গায় দাফন করতে কেউ সম্মত হননি

বিকৃত ৬ লাশ শনাক্তে ১১ জনের ডিএনএ সংগ্রহ

উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত
বিকৃত ৬ লাশ শনাক্তে ১১ জনের ডিএনএ সংগ্রহ

‘উদ্ধারকাজে যোগ দিলেও বুঝিনি আমার ভাতিজিও সেখানে ছিল’

‘উদ্ধারকাজে যোগ দিলেও বুঝিনি আমার ভাতিজিও সেখানে ছিল’

মাইলস্টোন স্কুলের সেই ভবনের ওপর দিয়ে আবারও উড়ছে বিমান

স্কুলটির অবস্থান নিয়ে প্রশ্ন
মাইলস্টোন স্কুলের সেই ভবনের ওপর দিয়ে আবারও উড়ছে বিমান

দেশে সবার ঠাঁই হলেও আ.লীগের হবে না: হাসনাত আব্দুল্লাহ

বুধবার, ২৩ জুলাই ২০২৫, রাত ১০:২৮

Advertisement

নিউজ ডেস্ক: বাংলাদেশে সবার ঠাঁই হলেও আওয়ামী লীগের হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (২৩ জুলাই) বিকেলে কুমিল্লা নগরীর টাউন হল প্রাঙ্গণে এনসিপির ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত ৪৪তম জেলা সমাবেশে তিনি এ কথা বলেন।

মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আগুনে যখন মাইলস্টোন জ্বলছে, আওয়ামী লীগ তখন আলু পোড়া খেতে এসেছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই দলটিকে প্রতিহত করতে হবে।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, ধ্বজভঙ্গ বিমান কেন উড়বে, তার জবাব সরকারকে দিতে হবে।

সরকারের দৃষ্টিভঙ্গি ও দায়িত্বহীনতা নিয়ে তীব্র সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, মাইলস্টোনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত ছাড়া সত্য উদঘাটন সম্ভব নয়। এছাড়া লাশের সংখ্যার বিভ্রান্তি দূর করতে হবে।

কুমিল্লাকে বিভাগ ঘোষণার প্রসঙ্গে তিনি বলেন, কুমিল্লা এনসিপির ক্যান্টনমেন্ট হবে। সুরা লোকমানের আয়াতে আছে—জমিনে দম্ভ ভরে চলো না। শেখ হাসিনা দম্ভ করে বলেছিলেন, কুমিল্লা নামে বিভাগ হবে না। আমরা বলছি, কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ হবে।

অন্তর্বর্তী সরকারের উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক বলেন, কুমিল্লার মানুষকে অনেক সংগ্রাম করে চলতে হয়েছে। সন্তানদের বিদেশ পাঠিয়ে অর্থ উপার্জন করতে হয়। রাষ্ট্রীয় অর্থে এখানে কোনো উন্নয়ন হয়নি। শাসনগাছা ফ্লাইওভার কোনো কাজে আসেনি—শহরে যানজট লেগেই থাকে। এর মধ্যে দুই কিলোমিটার রাস্তাও ঠিক নেই। সরকার যদি উন্নয়ন না করে, আমরা নিজেরাই পয়সা তুলে কাজ শুরু করব।

কুমিল্লা-সিলেট মহাসড়কের দুরবস্থা তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ বলেন, দুটি বাস একসঙ্গে চলতে পারে না, অথচ এটিকে জাতীয় মহাসড়ক বলা হচ্ছে। কুমিল্লাকে যে মাত্রায় বঞ্চিত করা হয়েছে, তার আর কোনো উদাহরণ নেই। এই জুলাইয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল কুমিল্লার ছেলেরা। সত্য বলতে, সাহস দেখাতে কুমিল্লার মানুষ কখনও পিছিয়ে থাকে না। হাসিনা কুমিল্লা নিয়ে দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটাতেন।

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি কুমিল্লা মহানগরের আহ্বায়ক সিরাজুল হক। বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিপা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য হাফসা জাহান।

এ সময় উপস্থিত ছিলেন- এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।

সমাবেশের শুরুতে মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, শুধু সিস্টেমের গাফিলতির কারণে আর কত রক্ত দিতে হবে, জানি না। এই সিস্টেম বদলাতে হবে। জুলাই সহযোদ্ধাদের নিয়ে ঐক্য গড়তে হবে। রাজপথে কুমিল্লার অগ্রসেনানীর সংখ্যা যেমন বেশি, তেমনি কমিটিতেও কুমিল্লা প্রাধান্য পেয়েছে।

বক্তারা বলেন, যে বিমান দেশের নিরাপত্তা নিশ্চিত করার কথা, সেই বিমানই মানুষ হত্যা করছে। রানা প্লাজা, তাজরীন ফ্যাশনের কথা আমরা ভুলে যাইনি। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপমৃত্যু রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

গত সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩১ জনে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১৭০ জন।

মন্তব্য করুন


Link copied