নিউজ ডেস্ক: রংপুর নগরীর ধাপ এলাকায় একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলিসহ এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার রাত ১২টার দিকে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে আহসান ইউসুফ পাভেল নামের ওই যুবককে আটক করে।
রংপুর ৭২ পদাতিক ডিভিশনের ৩০ বেঙ্গলের অধিনায়ক মোহাম্মদ আবু সাজ্জাদ নোয়াব লেফটেন্যান্ট কর্নেল জানান, অভিযানে পাভেলের বাসা থেকে ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩ রাউন্ড তাজা গুলি, চাপাতি, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। রংপুর শহর ও জেলার নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যৌথবাহিনী।