নিজস্ব প্রতিবেদক : রংপুর মহানগরীর নুরপুরে স্টেশন রোড সংলগ্ন একটি স্টিলের ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ (শর্ট সার্কিট) থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে দোকানের প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মালিক।
শুক্রবার (৮ আগষ্ট) সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দোকানের মালিক সাঈদ আলম বলেন আমার দোকানে নতুন তৈরি করা অনেক স্টিলের আলমারি, শোকেস, খাটসহ বিক্রির জন্য প্রস্তুত রাখা বিভিন্ন ফার্নিচার ছিল। মুহূর্তের মধ্যে আগুন লেগেছে, তাই বেশি আসবাবপত্র সরানো সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, আমার প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।”
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রংপুরের কর্মকর্তারা বলেন খবর পাওয়ার সাথে সাথেই তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। দোকানটিতে স্টিলের ফার্নিচারের পাশাপাশি ফোম, রেক্সিন ও কাঠের মতো দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় আগুন আশেপাশের দোকানে ছড়াতে পারেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে তিনি মনে করছেন।