আর্কাইভ  রবিবার ● ১৭ আগস্ট ২০২৫ ● ২ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ১৭ আগস্ট ২০২৫

রংপুরে অভিযানে এক আসামি গ্রেফতার

শনিবার, ১৬ আগস্ট ২০২৫, রাত ১১:০৯

Advertisement Advertisement

নিজস্ব প্রতিবেদক : র‌্যাব-১৩ এবং র‌্যাব-১ এর যৌথ অভিযানে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় চাঞ্চল্যকর দুই শিশুকে হত্যার পর বালি চাপা দেওয়ার ঘটনায় এজাহারনামীয় এক আসামি গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র‌্যাব-১৩ এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। 

র‌্যাব জানায়, গত  আগস্ট সকালে শিশু আব্দুর রহমান ওরফে রোমান (৮) ও মারুফ (৬) প্রতিবেশী বাচ্চাদের সাথে খেলাধুলা করার জন্য বাড়ির বাইরে যায়। পরবর্তীতে ভিকটিমের পরিবার খোঁজাখুঁজি করে না পেয়ে নিখোঁজের সংবাদটি মাইকে প্রচার করে। একই দিন দুপুরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় ঘাঘট নদী সংলগ্ন বালুর পয়েন্ট হতে দুই শিশু মৃতদেহ জখমপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে শিশু আব্দুর রহমানের বাবা বাদী হয়ে গঙ্গাচড়া  থানায় একটি হত্যা মামলা করেন। 
এরই ধারাবাহিকতায় র‌্যাব ১৩, সিপিএসসি, রংপুর ও র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর ক্যাম্পের একটি  যৌথ আভিযানিক দল ১৫ আগস্ট সন্ধ্যায় গাজীপুরের  কোনাবাড়ী ফ্লাইওভারের উত্তর পাশ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে এজাহানামীয় আসামি গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর এলাকার মৃত আনেঅয়ারুল ইসলামের ছেলে  মোঃ মনু মিয়া (২৮ কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন


Link copied