আর্কাইভ  রবিবার ● ১৭ আগস্ট ২০২৫ ● ২ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ১৭ আগস্ট ২০২৫

লালমনিরহাট সীমান্ত দিয়ে আবারও দুজনকে পুশইন করল বিএসএফ ‎

রবিবার, ১৭ আগস্ট ২০২৫, দুপুর ০৪:৪৯

Advertisement Advertisement

লালমনিরহাট প্রতিনিধি: ‎লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে আবারও দুই বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

‎রবিবার (১৭ আগষ্ট) ভোররাতে উপজেলার পঁয়ষট্টি বাড়ি সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়। পরে বিজিবি সদস্যরা প্রধানপাড়া গ্রাম থেকে ওই দুইজনকে আটক করে।

‎আটক ব্যক্তিরা হলে, নড়াইল জেলার কালিয়া উপজেলার মৃত হাকিম মোল্লার ছেলে রানু মোল্লা (৬০) এবং সুনামগঞ্জের বিশম্ভপুর উপজেলার মেওরদখোলা গ্রামের ছাবির উদ্দিনের ছেলে আবু সিদ্দিক (৫০)।

‎বিজিবি সূত্র জানায়, প্রায় এক বছর আগে তারা অবৈধভাবে বেনাপোল সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন। সেখান থেকে গুজরাটের সুরতসহ বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করছিলেন। সম্প্রতি বিএসএফ তাদের আটক করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসে এবং পুশইন করে।

‎৬১ বিজিবি’র পঁয়ষট্টি বাড়ি বিওপি’র অধীনস্থ সদস্যরা তাদের আটক করে থানায় সোপর্দ করেছেন। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।

‎স্থানীয়রা বলছেন, প্রায়ই বিএসএফ বাংলাদেশি নাগরিকদের এভাবে পুশইন করছে, যা মানবাধিকার ও সীমান্ত নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

মন্তব্য করুন


Link copied