আর্কাইভ  শনিবার ● ২৩ আগস্ট ২০২৫ ● ৮ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

♦ যোগাযোগ রাখছেন কেন্দ্রেও
♦ নির্বাচনে আগ্রহীরা ঘুরছেন এলাকায়
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

জাবি ছাত্রলীগ নেতা সাবেক সহকারি প্রক্টর ‘ললিপপ’ জনি গ্রেপ্তার

শনিবার, ২৩ আগস্ট ২০২৫, দুপুর ০৪:৪৫

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: সাভারে জুলাই ছাত্রহত‍্যা মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও চাকরিচ‍্যুত সহকারি প্রক্টর মাহমুদুর রহমান জনি ওরফে ‘ললিপপ জনি’কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ শনিবার ভোরের দিকে সাভার পুলিশ টাউন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

পুলিশ জানায়, তথ‍্য প্রযুক্তি ও সোর্স মারফত খবর পেয়ে সাভার থানার উপ-পরিদর্শক সামছুল আলমের নেতৃত্বে রাজফুলবাড়িয়াধীন পুলিশ টাউনে অভিযান চালিয়ে জনি ওরফে ললিপপ জনিকে গ্রেফতার করা হয়। 

সে বৈষম্যবিরোধী ছাত্রহত‍্যা মামলার (৪৪[৮]২৪) আসামি বলে জানায় পুলিশ।  
 
গ্রেফতারকৃত জনি'র গ্রামের বাড়ি কিশোরগঞ্জের সদর থানার  হারুয়া গ্রামে। তার পিতার নাম মোঃ মফিজ উদ্দিন। 

সাভার থানার পরিদর্শক (ওসি) মোঃ জুয়েল মিঞা জানান, জনি উল্লেখিত হ‍ত‍্যা মামলার সন্ধিগ্ধ আসামি। তদন্তে ঘটনার সাথে তার সংশ্লিষ্টতা পেয়ে তাকে খুঁজছিল পুলিশ। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পরে তার অবস্থান জেনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

তার অপরাপর সহযোগীদের ধরতে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয় বলেও জানান তিনি।

অভিযোগ আছে, ধৃত জনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থাকাকালীন ছাত্রলীগের প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও নিয়োগ বাণিজ‍্যসহনানা অনিয়মের সাথে জড়িত ছিলেন। এছাড়াও বিপক্ষ রাজনৈতিক দলের নেতা-কর্মীদের উপর অমানুষিক নির্যাতন, হামলা ও থানা পুলিশকে ম‍্যানেজ করে মিথ‍্যা মামলা দিয়ে হয়রানি তার নিত‍্যনৈমত্তিক ঘটনা ছিল। 

অবৈধ উপায়ে ত‍ৎকালীন আওয়ামী প্রশাসনের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলামকে ম‍্যানেজ করে প্রথমে শিক্ষক ও পরে সহকারী প্রক্টরের দায়িত্বও পালন করেন জনি। তবে তিনি সাবেক ভিসি অধ্যাপক শরীফুল ইসলামের অনুসারী ছিলেন বলে জানা যায়। 

ক‍্যাম্পাসে নারী কেলেঙ্কারি ও নানা অভিযোগে পরে স্থায়ীভাবে চাকরিচ‍্যুত হন এই জনি।

মন্তব্য করুন


Link copied