নিউজ ডেস্ক: গত বৃহস্পতিবার ভারতে পাস হয়েছে ‘প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব গেমিং বিল ২০২৫’। নিষিদ্ধ করা হয়েছে অনলাইনে অর্থের বিনিময়ে খেলা হয় এমন সবধরনের অ্যাপ। ভারত ক্রিকেট দলের জার্সি স্পন্সর ‘ড্রিম ১১’ একই ধরনের অ্যাপ। নতুন আইনের পর সোমবার বিসিসিআই ও ড্রিম-১১ এর মধ্যে চুক্তি বাতিল হয়েছে। শঙ্কা জেগেছে এশিয়া কাপে ভারত দলের নতুন স্পন্সর নিয়ে।
২০২৩ সালের জুলাই থেকে ভারত ক্রিকেট দলের জার্সির পৃষ্ঠপোষক ‘ড্রিম ১১’। বোর্ডটির সঙ্গে তিন বছরের চুক্তি রয়েছে তাদের। ২০২৬ সালের জুলাই পর্যন্ত ভারত দলের জার্সির পৃষ্ঠপোষক তারা। বোর্ডের সঙ্গে ড্রিম ১১-এর ৩৫৮ কোটি টাকার চুক্তি ছিল। এরমাঝে নতুন আইনের জন্য চুক্তি বাতিল করতে হল দুপক্ষকে।
সংযুক্ত আরব আমিরাতে হতে চলা এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর। বোর্ডটির হাতে সপ্তাহ দুয়েক সময় আছে জার্সির নতুন পৃষ্ঠপোষক নিতে। নতুন পৃষ্ঠপোষক না পেলে দলকে জার্সিতে মূল স্পন্সরের নাম ছাড়াই নামতে হতে পারে।
এবারের এশিয়া কাপে ভারত ‘এ’ গ্রুপে খেলবে। ১০ সেপ্টেম্বর প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে সূর্যকুমার যাদবের দল। পরের ম্যাচে ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তানের, গ্রুপপর্বে তাদের শেষ প্রতিপক্ষ ওমান, খেলা হবে ১৯ সেপ্টেম্বর।