নিউজ ডেস্ক: ইলন মাস্ক বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি, এবং তার মোট সম্পদ টেসলা ও স্পেসএক্সের মতো কোম্পানির মালিকানা ও অংশীদারিত্বের উপর ভিত্তি করে। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। সম্প্রতি টেসলা কেন্দ্র করে তার বেতন–ভাতা নিয়ে চলমান বিতর্ক চলছে। এবার সিএ বিতর্ক নিয়েই মুখ খুললেন ইলনের ছোট ভাই কিম্বল মাস্ক।
কিম্বল মাস্ক দাবি দাবি করেছেন, ইলন মাস্ক গত ৬ থেকে ৮ বছর ধরে কোম্পানি থেকে কোনো বেতন নেননি। তাই টেসলার শেয়ারহোল্ডারদের উচিত তাকে যথাযথভাবে পারিশ্রমিক দেয়া। সিএনবিসির স্কোয়াক বক্স–এ দেয়া এক সাক্ষাৎকারে কিম্বল বলেন, আমার মনে হয় ভাইয়ের বেতন পাওয়া উচিত। গত ৬ থেকে ৮ বছর ধরে তিনি এক টাকাও নেননি। এটা ঠিক নয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন শেয়ারহোল্ডাররা, তবে আমি বিশ্বাস করি তাকে অবশ্যই বেতন দেয়া উচিত।
ইলন মাস্ক শুরু থেকেই সাধারণ করপোরেট সিইওদের মতো বেতন বা বাৎসরিক বোনাস নেন না। বরং টেসলার পারফরম্যান্স টার্গেটের সঙ্গে তার আয় জড়িত। নির্দিষ্ট পরিমাণ রাজস্ব, মুনাফা কিংবা বাজারমূল্য অর্জিত হলেই তিনি বড় আকারের স্টক অপশন পান। এই কাঠামো তাকে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত করেছে, আবার একইসঙ্গে এনেছে বিতর্ক ও মামলা।
চলতি মাসের শুরুতে টেসলার বোর্ড ইলন মাস্ককে অস্থায়ী ক্ষতিপূরণ হিসেবে ৯৬ মিলিয়ন শেয়ার দেয়ার সিদ্ধান্ত নেয়। যার বাজারমূল্য প্রায় ২৯ বিলিয়ন ডলার। তবে এই শেয়ারগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ তিনি দুই বছরের মধ্যে পাবেন, যদি টেসলার সিইও বা সমমানের পদে থেকে যান। এর আগে ২০১৮ সালে মাস্কের জন্য অনুমোদিত ৫৬ বিলিয়ন ডলারের রেকর্ড–সেটিং বেতন প্যাকেজ যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার আদালত বাতিল করে দেন। আদালতের রায়ে বলা হয়, সেই চুক্তি ত্রুটিপূর্ণ ছিল এবং তা বাতিল করতে হবে। এ নিয়ে টেসলা আপিল করেছে, তবে সেই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অস্থায়ী এই নতুন প্যাকেজ কার্যকর থাকবে।
তবে নতুন প্যাকেজও কম বিতর্ক তৈরি করেনি। সমালোচকদের মতে, এত বড় ক্ষতিপূরণ দেয়ার আগে টেসলার শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া উচিত ছিল। বিনিয়োগকারীদের প্রতিনিধি সংগঠন ‘এসঅসি ইনভেস্টমেন্ট গ্রুপ’ ইতোমধ্যে নাসডাককে চিঠি লিখে বিষয়টি তদন্তের দাবি তুলেছে। যদিও টেসলার বোর্ড দাবি করেছে, বিশেষ কমিটি তাদের ক্ষমতার ভেতরেই সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘমেয়াদি বেতন কাঠামো নভেম্বরের বার্ষিক সভায় শেয়ারহোল্ডারদের সামনে উপস্থাপন করা হবে।
সূত্র: ইন্ডিয়া টুডে