লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় তানভীন হাসান (১৯) নামে মাদ্রাসা পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯আগস্ট) দুপুরের দিকে উপজেলার লালমনিরহাট-বুড়ীমারী মহাসড়কে কাকিনা ইউনিয়নের জেলে পাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীন হাসান কাকিনা ইউনিয়নের কাইম রুদ্রেশ্বর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি স্থানীয় কাকিনাহাট মোস্তফাবিয়া কামিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি ড্রাম ট্রাক কাকিনার জেলে পাড়া এলাকায় পৌছেলে কাকিনা বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাওয়া তানভীর হাসানের মোটরসাইকেলটিকে স্বজোড়ে ধাক্কা মারে। এ সময় তানভীর হাসান মোটরসাইকেলসহ মহাসড়ক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রমজান আলী দুর্ঘটনা সততা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা হয়েছে।