আর্কাইভ  রবিবার ● ৩১ আগস্ট ২০২৫ ● ১৬ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ৩১ আগস্ট ২০২৫
বেরোবিতে প্রভোস্ট ছাড়া হল, এবার খাবারে মিলল বড় আকৃতির পোকা

বেরোবিতে প্রভোস্ট ছাড়া হল, এবার খাবারে মিলল বড় আকৃতির পোকা

রংপুরে দাদনব্যাবসীকে হত্যার মামলা ক্ষুদ্র ব্যবসায়ির যাবজ্জীবন

রংপুরে দাদনব্যাবসীকে হত্যার মামলা ক্ষুদ্র ব্যবসায়ির যাবজ্জীবন

বাসর রাতে নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে স্বামীর নামে মামলা

বাসর রাতে নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে স্বামীর নামে মামলা

এবার নিষিদ্ধের পথে জাতীয় পার্টি?

এবার নিষিদ্ধের পথে জাতীয় পার্টি?

ভোটের হাওয়া

বিএনপির চার প্রার্থী, চূড়ান্ত জামায়াত গণসংযোগে এনপিপির ফরহাদ

রবিবার, ৩১ আগস্ট ২০২৫, রাত ০৩:৪১

Advertisement

নিউজ ডেস্ক: নড়াইল-২ (লোহাগড়া উপজেলা ও সদরের একাংশ) আসনটি সদরের একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন এবং লোহাগড়ায় একটি পৌরসভাসহ ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে দলীয় মনোনয়ন পেতে তৎপরতা শুরু করেছেন বিএনপির চার নেতা। তারা হলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বিএনপি নেতা মেজর (অব.) কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, লন্ডন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. তুহিন মোল্যা। জামায়াতের একক প্রার্থী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু। ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা তাজুল ইসলাম। গণসংযোগ করছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপির) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। ২০১৮ সালে এ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন ড. ফরহাদ। ২০১২ সাল থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অন্যতম শরিক হিসেবে যুক্ত আছেন তিনি। এবারও এ আসনটিতে জোর প্রস্তুতি শুরু করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের (১১ দল) সমন্বয়ক এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ।

বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতারা গণসংযোগ, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। ব্যানার-পোস্টার সাঁটিয়ে দোয়া চাইছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, হামলা-মামলা, হয়রানি ও দমন-পীড়নের মুখেও রাজপথে ছিলাম। কারাভোগ করেছি। দল আমাকে মনোনয়ন দিলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে এ আসনে বিপুল ভোটে জয়ী হব। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ বলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নিয়ে মানুষের কাছে যাচ্ছি।

দলীয় নেতা-কর্মী ও এলাকার মানুুষ আমাকে আগামীতে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চান। এদিকে, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে শক্তিশালী অবস্থান জানান দিতে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে জামায়াতে ইসলামী। প্রতিটি সেন্টারে নির্বাচন পরিচালনা কমিটি ও পোলিং এজেন্ট কারা হবে, তা এরই মধ্যে ঠিক করা হয়েছে।

জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু বলেন- দলীয় নীতিনির্ধারণী পর্যায় থেকে আমাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক কর্মকান্ডে অংশ নেওয়ার মাধ্যমে আমরা নিজেদের অবস্থান জানান দিচ্ছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

মন্তব্য করুন


Link copied