স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে ৩৬৬ জন দরিদ্র ও প্রান্তিক ম্যৎসচাষীর মাঝে বিনামূল্যে তিন লাখ ৬৬ হাজার তেলাপিয়া মাছের পোনা বিতরণ করা হয়েছে। সোমবার(১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির এগ্রি এন্ড ইন্সুরেন্স প্রকল্পের উদ্যোগে এসব পোনা বিতরণ করা হয়।
সংস্থার জোরদরগাস্থ কার্যালয়ে ওই বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সাঈদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. আখতারুল ইসলাম, সংস্থার নর্থ ডিভিশনের এগ্রিকালচার এ- ইনসুরেন্স প্রকল্পের ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট তানিয়া নাসরিন, নর্থ ডিভিশনের আঞ্চলিক ব্যবস্থাপক মো. মোকলেছার রহমান প্রমুখ।
প্রধান অতিথি জেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সাইদ বলেন, ব্র্যাকের এই কার্যক্রমের মাধ্যমে একটি টেকসই, লাভজনক এবং পরিবেশবান্ধব মৎস্য খাত গড়ে তোলা সম্ভব হবে। যার প্রভাব পড়বে চাষীদের জীবনযাত্রার উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনীতিতে।
ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. আকতারুল ইসলাম জানান, কৃষির বিকাশ ও টেকসই মৎস্য চাষের মাধ্যমে জীবনমান উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে জেলার ৩৬৬ জন দরিদ্র ও প্রান্তিক মৎস্যচাষীর মাঝে এক হাজার করে মোট তিন লাখ ৬৬ হাজার গুণগত তেলাপিয়া মাছের পোনা বিতরণ করা হয়। এ ধরণের কাজের মাধ্যমে আয় বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিৎ ও পুষ্টি ঘাটতি পূরণ হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৎস্য খাত আরো উৎপাদনশীল, টেকসই ও লাভজনক হবে।