আর্কাইভ  মঙ্গলবার ● ২ সেপ্টেম্বর ২০২৫ ● ১৮ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২ সেপ্টেম্বর ২০২৫
যোগ্যতা ছাড়াই ১২ বছর ধরে বেরোবিতে শিক্ষক, তদন্তে কমিটি

যোগ্যতা ছাড়াই ১২ বছর ধরে বেরোবিতে শিক্ষক, তদন্তে কমিটি

বেরোবির সেই আওয়ামী পন্থী শিক্ষককে অব্যাহতির দাবি

বেরোবির সেই আওয়ামী পন্থী শিক্ষককে অব্যাহতির দাবি

সন্তানের সামনে অভিভাবকদের যেসব কাজ করা উচিত নয়

সন্তানের সামনে অভিভাবকদের যেসব কাজ করা উচিত নয়

বেরোবিতে প্রভোস্ট ছাড়া হল, এবার খাবারে মিলল বড় আকৃতির পোকা

বেরোবিতে প্রভোস্ট ছাড়া হল, এবার খাবারে মিলল বড় আকৃতির পোকা

নীলফামারীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নির্বাচন ছাড়া কোনো গতান্তর নেই: তুহিন

সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, রাত ০৮:০৭

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার(১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির আয়োজনে শহরের পিটিআিই মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই, কেন্দ্রীয় কমিটির সদস্য ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের ৯০ ভাগের বেশি মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে জানেন না। আর আমাদের সংবিধানে এ ধরনের কোনো পদ্ধতি নেই। আমাদের নির্বাচন কমিশনের আরপিওতে এ রকম কোনো পদ্ধতি নেই। এই প্রস্তাবগুলো যারা আনছেন, তারা জাতীর মধ্যে বিভ্রম সৃষ্টি করতে চায়। যারা নির্বাচন থেকে দূরে থাকতে চায়, যারা ক্ষমতার স্বাদ এই সরকারের মাধ্যমে ভোগ করছে তারাই এই পিআর পদ্ধতি চাচ্ছে। আর ওই বাচ্চাদের দল এনসিপি তারাও চাচ্ছে।

তিনি আরো বলেন, আজকে ওই টুপিওয়ালাদের দল, আর ওই বাচ্চাদের দল মিলে তারা চায় না যে একটা নির্বাচন হোক। কিন্তু গণতন্ত্রে ফিরতে হলে একমাত্র উপায় এবং প্রথম উপায় হচ্ছে স্বাধীন, স্বচ্ছ গণতান্ত্রিক নির্বাচন। আমরা নির্বাচন চাই। নির্বাচন ছাড়া কোনো গতান্তর নেই।

যথাসময়ে নির্বাচন আয়োজন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে শাহরিন ইসলাম তুহিন বলেন, নির্বাচনে জয়ী হতে পারবে না জেনে দলটি যথা সময়ে নির্বাচন আয়োজন নিয়ে ষড়যন্ত্র করছে। যত দেরিতে নির্বাচন হবে এই সরকারের সময় ক্ষমতার ভোগ করতে পারবে তারা। নির্বাচন না করে, সরকারে না এসেও তারা সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছে। এজন্য তারা এখন নির্বাচন চায় না।

তিনি বলেন, জরিপের মাধ্যমে দেশের ৮০ শতাংশ মানুষ নাকি পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। কে বা কারা করলো জরিপ? নীলফামারীবাসীরা কি সেই জরিপে অংশ নিয়েছে? জনগণকে আর রঙিন চশমা দেখিয়ে লাভ নেই, জনগণ এখন সব যানে, সব বুঝে। জনগণ ভোটের নির্বাচন চায়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক। জেলা বিএনপির সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা হক প্রধান, রেয়াজুল ইসলাম, সদস্য রেদওয়ানুল হক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী প্রমুখ। 

সভা শেষে বনার্ঢ্য বিশাল একটি শোভাযাত্রা পিটিআই মোড় থেকে শুরু করে বড়বাজারে গিয়ে শেষ হয়। ঘোড়ার গাড়িতে বসে এই শোভাযাত্রার নেতৃত্ব দেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন। বিএনপি ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতা কর্মী শোভাযাত্রায় ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেয়। দিনটি উপলক্ষ্যে এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা। 

মন্তব্য করুন


Link copied