আর্কাইভ  সোমবার ● ২০ অক্টোবর ২০২৫ ● ৫ কার্তিক ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২০ অক্টোবর ২০২৫
জামায়াতের পিআর আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া কিছুই নয়: নাহিদ

জামায়াতের পিআর আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া কিছুই নয়: নাহিদ

দায়সাড়া সাক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সন্দেহ আছে

রংপুরে সারজিস
দায়সাড়া সাক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সন্দেহ আছে

জামায়াতের বিরুদ্ধে বিস্ফোরক স্ট্যাটাস নাহিদের

জামায়াতের বিরুদ্ধে বিস্ফোরক স্ট্যাটাস নাহিদের

নির্বাচন কমিশনের রিমোট অন্য কারও হাতে: হাসনাত

নির্বাচন কমিশনের রিমোট অন্য কারও হাতে: হাসনাত

উত্তরা ইপিজেড বন্ধের চক্রান্ত করা হচ্ছে- নীলফামারীতে এনসিপি সংবাদ সম্মেলনে আবু সায়িদ লিওন

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, রাত ১০:৫৫

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ উত্তরা ইপিজেডে এক শ্রমিক গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে নীলফামারীতে সংবাদে সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার(২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নীলফামারী জেলা শহরের প্রগতিপাড়াস্থ (আল হেলাল একাডেমির সামনে) এনসিপি জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন এনসিপির কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন। এসময় এনসিপির পক্ষে ৭ দফা দাবি তুলে ধরেন তিনি।

৭ দফা দাবিগুলি হচ্ছে- উত্তরা ইপিজেডের শ্রমিকদের সকল ন্যায্য দাবি বাস্তবায়ন, কর্মী বা শ্রমিক ছাটাইয়ের ক্ষেত্রে কারখানাগুলির সুনির্দিষ্ট নিতিমালা, নিহত শ্রমিক হাবিব ইসলামের পরিবারকে তিন কোটি টাকা ক্ষতিপূরণ, আহত শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করে তাদের পূর্ণবাসন, আন্দোলনকে কেন্দ্র করে শ্রমিকদের ওপর মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেয়া যাবে না, গুলি নিদের্শেনাদাতাকে সনাক্ত করে বিচারের আওতায় আনা ও মানুষের প্রাণনাশ ঘটবে এমন কোনো মারণাস্ত্র নীলফামারী জেলার কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার যেন করতে পারবে না। 

এসময় যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন বলেন, উত্তরা ইপিজেডের পরচুলা এভারগ্রীন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেডের ৫১জন শ্রমিককে বিনা নোটিশে ছাটাই ও ন্যায পাওনা বুঝিয়ে না দেয়ার কারনে ২৩ দফা দাবি নিয়ে গত চারদিন ধরে তারা আন্দোলন করছিল। আজকেও (২ সেপ্টেম্বর) তারা যখন তাদের কর্মস্থলে যাওয়ার জন্য ইপিজেডে আসে তাদেরকে মূল ফটকে বাধা প্রদান ও বেতন না দিয়ে প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এতে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে। কিন্তু তাদের সাথে কথা না বলে সমস্যার সমাধান না করে আইনশৃঙ্খলাবাহিনী তাদেরকে রাস্তা থেকে সরানোর উদ্দেশ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটায়। এক পর্যায়ে তারা শ্রমিকদের ওপর গুলি নিক্ষেপ করলে উত্তরা ইপিজেডের ইকু ইন্টারন্যাশনাল (স্পিনিং অ্যান্ড কম্পোজিট) কোম্পনির কর্মী হাবিব ইসলাম(২০) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আমরা এঘটনার তীব্র নিন্দা সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

তিনি আরো বলেন, হাসিনা পরবর্তী বাংলাদেশে বর্তমানে কোনো আইনশৃঙ্খলা বাহিনী দেশের জনগণের ওপর গুলি চালাতে পারে না। কিন্তু আজকে কোন কারণ ছাড়া, কোন দূর্ঘটনা ছাড়া শ্রমিকদের ওপর গুলি চালানো হলো। যাদের নিদের্শে শান্তিপূর্ণ আন্দোলনে শ্রমিকদের ওপর গুলি চালানো হয়েছে তা সুষ্ঠ তদন্ত, নিদের্শনাকারী ও উপস্থিত সেনাসদস্যদের চাকরি থেকে বরখাস্ত করার দাবি জানাই।

যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন বলেন, বর্তমানে সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেট ক্ষমতা রয়েছে। কিন্তু তাদের বর্তমান কর্মকান্ডগুলি দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে অনুরোধ দেশের জনগণ আপনাদের প্রতি যে আস্থা রেখেছে তা যেনো আপনারা নষ্ট করিয়েন না।

তিনি অভিযোগ তুলে বলেন, আমরা জানতে পেরেছি এখন একটি চক্র নীলফামারী উত্তরা ইপিজেড বন্ধের পায়তারায় চক্রান্ত করছে। আমরা চাই জেলাবাসী ইপিজেড রক্ষার্থে চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

সংবাদ সম্মেলনে এনসিপি জেলা কমিটির সমন্বয়ক মোহাম্মদ আব্দুল মজিদ সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন


Link copied