স্টাফরিপোর্টার,নীলফামারী॥ তৃতীয়লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নীলফামারীতে জেলা পরিষদের অর্থায়নে জেলার ডিমলা উপজেলার দুইজনকে গবাদী পশু বিতরণ করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে উপকারভোগী দুইজনকে গবাদী পশু তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
উপকারভোগীরা হচ্ছেন ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের আব্দুল মাজিদ ও রঞ্জনা আকতার শিল্পি। উপকারভোগী প্রত্যেককে ৩টি করে ছাগল ও ১টি করে গরু প্রদান করা হয়। একই অনুষ্ঠানে নীলফামারী শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনে শিক্ষার্থীদের বসার বেঞ্চ বিতরণ করা হয়।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) দিপঙ্কর রায়, সহকারী প্রকৌশলী রেজাউল করিম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দীক, সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, প্রবেশন কর্মকর্তা ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।
গবাদী পেয়ে খুশি আব্দুল মাজিদ, বলেন এই গবাদী পশু আমার জীবনকে বদলে দিবে। আমি এতদিন হাতে পেতে খেতাম। এখন থেকে এই গরু-ছাগল লালন পালন করে জীবিকা নির্বাহ করবো। আমি জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দিপঙ্কর রায় জানান, জেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এই প্রকল্পে অর্থায়ন করেছে জেলা পরিষদ। এতে প্রায় ১৫লাখ টাকা ব্যয় হচ্ছে। বিভিন্ন বিদ্যালয়ে বেঞ্চ সরবরাহ ছাড়াও নানাবিধ প্রকল্প রয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, হিজরা জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে এই প্রকল্প নেয়া হয়েছে। যাতে হিজরা জনগোষ্ঠি সমাজের মুল স্রোতে প্রবেশ করতে পারে। মুলত তারা যাতে আয়বর্ধক কর্মকান্ডে জড়িত থেকে জীবিকা নির্বাহ করতে পারে সেজন্য এই উদ্যোগ নেয়া হয়। উপকারভোগী প্রত্যেককে ৩টি করে ছাগল ও ১টি করে গরু প্রদান করা হয়। #