নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। আট কেন্দ্রে গড়ে ৭৮.৩৩ শতাংশ ভোট পড়েছে। রাত ১২টার মধ্যে ফল ঘোষণা হতে পারে বলে আশা করছেন নির্বাচন কমিশন।
ওএমআর শিটে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা। এসব ভোট গণনা করা হবে মেশিনে। তাই গণনা শেষ হতে খুব বেশি সময় লাগবে না বলে জানা গেছে।
এদিকে ভোট শেষে ফলাফল জানার আশায় প্রার্থী ও উৎসুক শিক্ষার্থীরা অবস্থান করছেন ভোটকেন্দ্রের বাইরে। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে স্থাপন করা জায়ান্ট স্ক্রিনের সামনেও অনেককে সমবেত হতে দেখা গেছে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে তাদের সংখ্যা।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটায় ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে একযোগে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল চারটা পর্যন্ত। তবে যেসব কেন্দ্রের ভেতর এই সময়ের মধ্যে ভোটার উপস্থিতি ছিল, তাদের জন্য ১৫ মিনিট সময় বাড়ানো হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গড়ে ৭৮.৩৩ শতাংশ ভোট কাস্ট হয়েছে। টিএসসি, ল্যাবরেটরি ও ভূতত্ত্ব কেন্দ্র ছাড়া অন্য কেন্দ্রগুলোতে ৮০ শতাংশের ওপরে ভোট পড়ে।
উদয়ন স্কুল কেন্দ্রে ৮৫ শতাংশ, শারীরিক শিক্ষা কেন্দ্রে ৮৫, হাজী মুহম্মদ মুহসীন হলে ৮৩.৫, বিজয় একাত্তর হলে ৮৩, কার্জন হলে ৮০, ভূতত্ত্ব কেন্দ্রে ৬৬.৩২, ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ৬৩.৫ ও টিএসসি কেন্দ্রে ৬৩ শতাংশ ভোট পড়ে।
ওএমআর শিটে নেওয়া ভোট গণনা করা হচ্ছে মেশিনে। সম্ভাব্য রাত ১২টার মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হতে পারে বলে জানান নির্বাচন কমিশন।
ডাকসু নির্বাচনে এবার মোট ভোটার ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন। আর ছাত্র ২০ হাজার ৯১৫ জন। ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রার্থী হন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে ১৩টি করে মোট ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী ১ হাজার ৩৫ জন।
রিটার্নিং অফিসাররা বলেন, সব গণনা কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি রয়েছে। কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই। অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ দেখা হবে।