আর্কাইভ  বুধবার ● ১০ সেপ্টেম্বর ২০২৫ ● ২৬ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ১০ সেপ্টেম্বর ২০২৫
ভোটের পর উত্তেজনা, মোড়ে মোড়ে অবস্থান নিচ্ছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা

ভোটের পর উত্তেজনা, মোড়ে মোড়ে অবস্থান নিচ্ছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা

ডাকসুর ফল ঘোষণা ঘিরে ক্যাম্পাস থমথমে, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ডাকসুর ফল ঘোষণা ঘিরে ক্যাম্পাস থমথমে, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ডাকসু নির্বাচনের ভোট গণনা নিয়ে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর হুঁশিয়ারি

ডাকসু নির্বাচনের ভোট গণনা নিয়ে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর হুঁশিয়ারি

জামায়াত-শিবির ঢাবি ঘিরে ফেলেছে— প্রক্টরকে ছাত্রদল সভাপতি

জামায়াত-শিবির ঢাবি ঘিরে ফেলেছে— প্রক্টরকে ছাত্রদল সভাপতি

জামায়াত-শিবির ঢাবি ঘিরে ফেলেছে— প্রক্টরকে ছাত্রদল সভাপতি

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, রাত ০৮:০৬

Advertisement

নিউজ ডেস্ক: জামায়াত-শিবিরের লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে অবস্থান নিচ্ছে বলে প্রক্টর সাইফুদ্দিন আহমেদকে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। মঙ্গলবার ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণমাধ্যমের সামনে প্রক্টরকে ফোন করে এমন অভিযোগ করেন।

প্রক্টরকে উদ্দেশ্য করে রাকিব বলেন, জামায়াত-শিবিরের লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে রয়েছে কি না আপনি প্রক্টর স্যার হিসেবে এটুকু যদি না জানেন, আমি খুবই কষ্ট পেলাম স্যার। কী ধরনের নিরাপত্তা বলয় নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ে? আমি ভিসি স্যারের সাথে দেখা করতে চাই, আমি আপনাকে আনুষ্ঠানিকভাবে জানালাম। যদি কোনো সাংঘর্ষিক পরিস্থিতি হয়, তার দায় আপনাকেই এবং ভিসি স্যারকেই নিতে হবে।

এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাকিব অভিযোগ করেন, `আমরা দুপুর থেকে জানতে পেরেছি, জামাত-শিবিরের লোকজন বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কর্ণারে অবস্থান নিয়েছে। তারা অবশ্যই কোনো নাশকতা বা ষড়যন্ত্রমূলক উদ্দেশ্যে এসেছে।'

 

রাকিব আরও বলেন, `আমরা জানি, এখানে গুপ্ত সংগঠন হিসেবে জামায়াতের কিছু সদস্য টিএসসি-তে ভোট দিতে এসে ধরা পড়েছে। বাগছাসের সদস্যরা কয়েকজনকে পাকড়াও করেছে। এরকম বেশ কিছু অভিযোগ আমরা আগেও পেয়েছি।'

তিনি বলেন, `ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা আজকে জবাব চাই—তারা কী ধরনের নিরাপত্তা বলয় তৈরি করেছে? কেন এই সুযোগে জামায়াত-শিবির ক্যাম্পাসে অবস্থান নিচ্ছে?'

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবিও জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন চলছে ভোট গণনা।

নির্বাচন কমিশনের তথ্যমতে, আট কেন্দ্রে গড়ে ৭৮.৩৩ শতাংশ ভোট পড়েছে। ভোট কারচুপির বিচ্ছিন্ন অভিযোগ ছাড়া সারা দিনে আর কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আটটি কেন্দ্রে বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন


Link copied