বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সদস্যরা।
আজ সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপাচার্য দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় প্রেসক্লাবের সভাপতি গাজী আজম হোসেনের নেতৃত্বে কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে উপাচার্য নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তোমাদের লেখনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে আমি বিশ্বাস করি। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতা চর্চার মাধ্যমে তোমরা বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিকগুলো তুলে ধরবে একইসঙ্গে গঠনমূলক সমালোচনার মাধ্যমে প্রশাসনকেও সঠিক পথে চলতে সহায়তা করবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় শুধু প্রশাসনের নয়, এটি শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকসহ আমাদের সবার। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও গবেষণামুখী উচ্চশিক্ষার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। প্রেসক্লাব সে পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।