 
                                                                        
                                                                        
                                        
নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
তিন শিশু হলো- পাঞ্জারাই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবণ সরকার (৩), জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) এবং নোয়াগাঁও গ্রামের ব্রজলাল সরকারের মেয়ে অহনা সরকার (৫)। শ্রাবণ ও শুভ চাচাতো ভাই আর অহনা তাদের ফুফাতো বোন। তারা নবীগঞ্জ পৌর এলাকার জয়নগরে বসবাস করত। ঈদ উপলক্ষে পাঞ্জারাই গ্রামে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির আঙিনায় খেলার সময় এক শিশু বাড়ির পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বাকি দুজনও পানিতে পড়ে যায়। প্রথমে বিষয়টি কেউ টের পাননি। কিছুক্ষণ পর গ্রামের এক নারী পুকুরে অহনার দেহ ভাসতে দেখে চিৎকার করেন। পরে গ্রামবাসী পুকুর থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করে। তিনজনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
হাসপাতালে গিয়ে দেখা গেছে, তিন শিশুর নিথর দেহ এক সঙ্গে রাখা হয়েছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে উঠেছে। শোকে পাথর হয়ে গেছেন নিহত শিশুদের বাবা-মায়েরা। এ সময় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।