নিউজ ডেস্ক: রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা ছয়জনে পৌঁছেছে। তারা হলেন- বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, বিএনপি নেতা ইসফা খায়রুল শিমুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রুকুনুজ্জামান আলম, পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল ও প্রয়াত এমপি নাদিম মোস্তফার ছেলে জুলকার নাঈম মোস্তফা। জামায়াতের রাজশাহী জেলা শাখার সহকারী সেক্রেটারি নূরুজ্জামান লিটন এ আসনের দলের এমপি প্রার্থী। এ আসনে জাতীয় পার্টি, এনসিপি, ইসলামী আন্দোলনসহ অন্য রাজনৈতিক দলগুলোর নির্বাচনকেন্দ্রিক তেমন কোনো তৎপরতা নজরে পড়েনি। তবে নির্বাচনের তফসিল ঘোষণা হলে তারা তৎপর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা বলেন, দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছি। এলাকার মানুষের সঙ্গেও সম্পর্ক নিবিড়। ফলে দল এবার মূল্যায়ন করবে বলে আশাবাদী।
বিএনপি নেতা ইসফা খায়রুল হক শিমুল বলেন, দুঃসময়ে দলের নেতা-কর্মীদের পাশে ছিলাম, আছি এবং থাকব। আবু বকর সিদ্দিক বলেন, ২৭ বছর ছাত্র রাজনীতি করেছি, আন্দোলনে জীবন বাজি রেখেছি। আমার পরিচ্ছন্ন ইমেজ ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতার কারণে মনোনয়ন পাব বলে বিশ্বাস করি। জামায়াতের প্রার্থী নূরুজ্জামান লিটন বলেন, আমি মনোনয়ন পাওয়ার পর থেকেই মাঠে কাজ শুরু করেছি। সভা-সমাবেশে ব্যাপক সাড়া পাচ্ছি।