আর্কাইভ  মঙ্গলবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৫ ● ১ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৫
‘ন্যানো বানানা এআই শাড়ি’ ট্রেন্ড, কীভাবে বানাবেন পছন্দের ছবি

‘ন্যানো বানানা এআই শাড়ি’ ট্রেন্ড, কীভাবে বানাবেন পছন্দের ছবি

ঢাকা মেডিকেলে চাঁদাবাজ-টেন্ডারবাজ-দালাল চক্রের দৌরাত্ম্য চরমে

ঢাকা মেডিকেলে চাঁদাবাজ-টেন্ডারবাজ-দালাল চক্রের দৌরাত্ম্য চরমে

গাইবান্ধায় স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাইবান্ধায় স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রংপুরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশ দিল ছাত্ররা

রংপুরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশ দিল ছাত্ররা

সাংবাদিকদের নামে মামলা প্রত্যাহার দাবিতে স্মারকলিপি প্রদান

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ০৭:৪১

Advertisement

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট: সড়ক সংস্কারকাজ দখল সংক্রান্ত একাধিক সংবাদ প্রকাশ করায় লালমনিরহাটে সাংবাদিক খোরশেদ আলম সাগরসহ অপর সাংবাদিকদের নামে দায়ের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিরাপত্তা দাবিতে পুলিশ সুপারের নিকট স্মারকলিপি দিয়েছেন সাংবাদিকরা। এদিকে জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে পূর্ব ঘোষিত মানববন্ধন একদিনের জন্য স্থগিত করা হয়েছে। 
 
মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন সাংবাদিক নেতারা।
 
গভীর উদ্বেগের কথা উল্লেখ করে
স্মারকলিপিতে বলা হয়,  'সম্প্রতি সুর্নিদিষ্ট অভিযোগ ও তথ্য-উপাত্তের ভিত্তিতে দৈনিক আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে একটি চক্র ওই পত্রিকার জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগরের উপর ক্ষুদ্ধ হয়। এরই জেরে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা-ভাঙচুরের মামলায় সাংবাদিক সাগরকে আসামী করে হয়রানীর অপচেষ্টা চলছে। যা অত্যন্ত ন্যাক্কারজনক বলে আমরা মনে করি।' এছাড়া সম্প্রতি পাটগ্রাম থানার একটি হত্যা মামলায় দৈনিক ইত্তেফাকের পাটগ্রাম প্রতিনিধি আজিজুল হক দুলাল এবং সমকাল পত্রিকার প্রতিনিধি মামুন হোসেন সরকারকে আসামী করা হয়েছে। 
 
স্মারকলিপিতে তিন সাংবাদিক 'সম্পূর্ণ নির্দোষ বলে নির্মোহভাবে প্রমাণিত হবে' উল্লেখ করে আইনগত প্রক্রিয়ায় দ্রুত তাদের মামলা থেকে অব্যহতি প্রদানের দাবি জানানো হয়।
 
স্মারকলিপি গ্রহণ শেষে পুলিশ সুপার  আন্তরিকতার সাথে সাংবাদিকদের দাবি দ্রুত সময়ের মধ্যে আইনী প্রক্রিয়ায় সমাধানের আশ্বাস প্রদান করেন।
 
এদিকে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘোষিত মানববন্ধন স্থগিত করা হয়েছে। আদিতমারী প্রেসক্লাব এ মানবন্ধনের ডাক দিয়েছিল। সেখানে যোগ দিতে জেলার বিভিন্ন উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা শহরে কর্মরত অনেক গণমাধ্যমকর্মী হাজির হন। তবে এ কর্মসূচি শুরুর প্রাকাল্লে জেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হকসহ দলটির একটি প্রতিনিধি দল সেখানে গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনে আলোচনার প্রস্তাব দিলে একদিনের জন্য কর্মসূচি স্থগিত করা হয়।
 
সাংবাদিকদের মানববন্ধন কর্মসুচির প্রধান সমন্বয়ক আদিতমারী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সুলতান হোসেন বলেন, বিএনপি'র শীর্ষ পর্যয়ের নির্দেশে আসা প্রতিনিধি দল সাংবাদিকদের মামলাসহ চলমান সংকট সমাধানে বৈঠকে বসার আশ্বাস দিলে মানববন্ধন স্থগিত করা হয়েছে। 
 
বিএনপি'র প্রতিনিধি দলের প্রধান একেএম মমিনুল হক বলেন, 'সাংবিদকরা আমাদের প্রতিপক্ষ নয়। তাই আলোচনার মাধ্যমে আমরা অবশ্যই সমস্যার সমাধান করবো।'

মন্তব্য করুন


Link copied