আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৫ ● ১০ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৫
গাছ হারালে হারায় বিশ্বাস: মুন্ডাদের করম পূজা আজ স্মৃতির দ্বারপ্রান্তে

গাছ হারালে হারায় বিশ্বাস: মুন্ডাদের করম পূজা আজ স্মৃতির দ্বারপ্রান্তে

‘নভেম্বর থেকে চার মাসের জন্য খুলবে সেন্টমার্টিন’

‘নভেম্বর থেকে চার মাসের জন্য খুলবে সেন্টমার্টিন’

বাংলাদেশ-কসোভো সম্পর্ক জোরদারের আহ্বান

বাংলাদেশ-কসোভো সম্পর্ক জোরদারের আহ্বান

রংপুরে সেই বাগছাস নেতার পদ স্থগিত

শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থী পেটানো
রংপুরে সেই বাগছাস নেতার পদ স্থগিত

পাকিস্তান শিবিরে কাঁপন ধরালেন টাইগার বোলাররা

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, রাত ০৯:৩৪

Advertisement

নিউজ ডেস্ক: এশিয়া কাপ টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি অলিখিত সেমিফাইনালে পরিণত হয়েছে। জিতলে ফাইনাল নিশ্চিত। হারলে বিদায়। এমন একটি ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক জাকের আলী। 

টস জিতে ফিল্ডিংয়ে নেমে সুফল হাতেনাতেই পেতে শুরু করেছে টাইগাররা। প্রথম দুই ওভারেই পরিবর্তিত দুই বোলার তাসকিন এবং শেখ মেহেদী হাসান চেপে ধরলো পাকিস্তান দলকে। ফিরিয়ে দিলেন দুই টপ অর্ডার সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুবকে। 

এরপর জুটি গড়ার চেষ্টায় থাকা ফখর জামানকে বিদায় করেন রিশাদ হোসেন। ফখর আউট হওয়ার আগে ২০ বলে ১৩ রান করেন।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ম্যাচের প্রথম ওভারের চতুর্থ বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে খেলতে গিয়েই রিশাদ হোসেনের হাতে ক্যাচে পরিণত হন সাহিবজাদা ফারহান। ৪ বলে ৪ রান করেন তিনি। পরের ওভারে আবারও রিশাদ হোসেন। ক্যাচ ধরলেন তিনি সাইম আইয়ুবের। শেখ মেহেদীর বলে মিডঅফে দাঁড়ানো রিশাদের হাতে ক্যাচ তুলে দিলেন সাইম। শূন্য রানে আউট হলেন তিনি। এবারের এশিয়া কাপে এ নিয়ে চার ম্যাচে ডাক মারলেন সাইম আইয়ুব।

এরপর রিশাদের বলে তানজিম হাসান সাকিবের হাতে তালুবন্দী হয়ে বিদায় নেন ফখর জামান। ফখর আউট হওয়ার আগে ২০ বলে ১৩ রান করেন। এরপর আবারও রিশাদের উইকেট। এবার ফিরালেন হোসেইন তালাদকে। তালাদ আউট হওয়ার ৭ বলে ৩ রান করেন।

আজকের ম্যাচে তিন পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। বোলার সাইফউদ্দিন আর নাসুম আহমেদের পরিবর্তে একাদশে আনা হয়েছে তাসকিন আহমেদ ও শেখ মেহেদী হাসানকে। এছাড়াও বাদ পড়েছেন তানজিদ তামিম।

এ রিপোর্ট লেখার সময় পাকিস্তানের সংগ্রহ ৮.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৩ রান। 

মন্তব্য করুন


Link copied