আর্কাইভ  সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫ ● ২৮ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫
ক্ষুধা নয়, অস্ত্রের পেছনে টাকা খরচ করা হচ্ছে বিশ্বে: ড. ইউনূস

ক্ষুধা নয়, অস্ত্রের পেছনে টাকা খরচ করা হচ্ছে বিশ্বে: ড. ইউনূস

স্ত্রী সাবিকুন্নাহারের সঙ্গে বিচ্ছেদ করতে যাচ্ছেন আবু ত্বহা আদনান?

স্ত্রী সাবিকুন্নাহারের সঙ্গে বিচ্ছেদ করতে যাচ্ছেন আবু ত্বহা আদনান?

পুলিশের বর্বরতার ভিডিও দেখে ট্রাইব্যুনালে সবার চোখ টলমল!

কলেজছাত্র হৃদয় খুন
পুলিশের বর্বরতার ভিডিও দেখে ট্রাইব্যুনালে সবার চোখ টলমল!

হর্ন ব্যবহারে বিআরটিএ’র নির্দেশনা, নিয়ম না মানলে ব্যবস্থা

হর্ন ব্যবহারে বিআরটিএ’র নির্দেশনা, নিয়ম না মানলে ব্যবস্থা

‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ স্লোগানে মুখর সচিবালয়

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, বিকাল ০৭:২৯

Advertisement

নিউজ ডেস্ক:  জুলাই ঘোষণাপত্র সংশোধন ও সংযোজনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবসংলগ্ন সচিবালয়ের উত্তর গেটে অবস্থান নেন জুলাই যোদ্ধারা।

সোমবার দুপুর পৌনে ১২টার দিকে জুলাইযোদ্ধারা সচিবালয়ের উত্তর গেট দিয়ে সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তাদের ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ স্লোগান দিতে দেখা গেছে।  স্লোগানে মুখর হয়ে উঠে সচিবালয় এলাকা।

জানা গেছে, এর আগে সকাল ১০টার দিকে শাহবাগ মোড়ে তারা অবস্থান করেন। জুলাইযোদ্ধা সংসদ নামে একটি সংগঠনের ব্যানারে দেশের বিভিন্ন জায়গায় থেকে অনেক জুলাইযোদ্ধা এখানে এসে উপস্থিত হন। এ সময় তারা বিক্ষোভ মিছিল করেন। 

বিক্ষোভ মিছিলে সংগঠনের পক্ষ থেকে ৫টি দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলো হলো— জুলাই শহীদের ‘জাতীয় বীর’ এবং জুলাই আহতদের ‘বীর’ খেতাব দিয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে; শহীদ পরিবার এবং আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও মাসিক সম্মাননা আজীবন চলমান রাখতে হবে; অবিলম্বে জুলাই ঘোষণাপত্র সংশোধন করে তা জুলাই সনদের মধ্যে স্থায়ীভাবে যুক্ত করে তার আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে; জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে বাস্তবায়ন করতে হবে এবং আওয়ামী লীগসহ তাদের সহযোগী দলসমূহকে নিষিদ্ধ করতে হবে; দেশের যেকোনো সিদ্ধান্ত নেওয়ার সময় জুলাই যোদ্ধাদের মতামতকে গুরুত্ব দিতে হবে।    

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালমান হোসেন জানান, ১১ জন প্রতিনিধি একটি স্মারকলিপি জমা দেওয়ার জন্য সচিবালয়ের ভেতরে গিয়েছেন।

তারা সচিবালয়ের উত্তর গেটে দীর্ঘ সময় ধরে অবস্থান করবেন কিনা- জানতে চাইলে তিনি বলেন, আমাদের প্রতিনিধিরা সচিবালয়ের ভেতর থেকে এলে বলতে পারব। তারা যদি ভেতর থেকে পজিটিভ কোনো আশ্বাস নিয়ে আসতে পারেন, আমরা তাহলে শাহবাগ মোড়ে গিয়ে যে যার মতো চলে যাব; কিন্তু পজিটিভ কোনো আশ্বাস নিয়ে আসতে না পারলে আমরা হয়তো এখানে অবস্থান করব।

আব্দুল হাকিম হাবিব নামে একজন বলেন, সকাল ১০টার দিকে আমরা প্রথমে শাহবাগ মোড়ে অবস্থান করেছি। এরপর পৌনে ১২টার দিকে স্মারকলিপি জমা দেওয়ার জন্য আমরা সচিবালয়ের ভেতরে যেতে চেয়েছি; কিন্তু পুলিশ আমাদের উত্তর গেটে আটকে দিয়েছে। আমাদের ১১ জন প্রতিনিধি সচিবালয়ের ভেতরে গিয়েছেন।

মন্তব্য করুন


Link copied