আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৬ অক্টোবর ২০২৫ ● ১ কার্তিক ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৬ অক্টোবর ২০২৫
এক বাসের ধাক্কায় আরেক বাস খাদে, এসআইয়ের স্ত্রীসহ নিহত ২

এক বাসের ধাক্কায় আরেক বাস খাদে, এসআইয়ের স্ত্রীসহ নিহত ২

স্বামীর সঙ্গে বাইকে যাচ্ছিলেন শ্বশুরবাড়ি, পথে ট্রাকচাপায় প্রাণ গেল জাবি ছাত্রীর

স্বামীর সঙ্গে বাইকে যাচ্ছিলেন শ্বশুরবাড়ি, পথে ট্রাকচাপায় প্রাণ গেল জাবি ছাত্রীর

মাহী বি চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা

মাহী বি চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা

‘মা তুমি ইড্ডা কী করলা, আমার জীবনডা শেষ করলা’

‘মা তুমি ইড্ডা কী করলা, আমার জীবনডা শেষ করলা’

নোট অব ডিসেন্ট উল্লেখ করে জুলাই সনদে সই করবে বিএনপি

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, রাত ০৯:২৫

Advertisement

নিউজ ডেস্ক: জুলাই জাতীয় সনদের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নোট অব ডিসেন্ট উল্লেখ করে বিএনপি জুলাই সনদে সই করবে।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের পর সালাহউদ্দিন সাংবাদিকদের এই কথা বলেন। 

এসময় তিনি বলেন, জুলাই সনদ সইয়ের পর বাস্তবায়নের জন্য কমিশন সরকারকে সুপারিশ করবে।  এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, তার আশা শেষ মূহূর্তে সব দল জুলাই সনদে সই করবে। গণভোট কখন হবে, তা নিয়ে অস্পষ্টতা রয়েছে মন্তব্য করে তিনি প্রধান উপদেষ্টাকে সিদ্ধান্ত নেওয়ার আহবান। সেই সঙ্গে নোট অব ডিসেন্ট কমিয়ে আনার আহবানও জানান তিনি। 

গণঅধিকার পরিষদ জুলাই জাতীয় সনদে সই করবে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, দুই-একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে পরিবেশ ঘোলা করার চেষ্টা করছে। তার দাবি- গণভোট এবং নির্বাচন একই দিন হতে হবে। এছাড়া প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে সঙ্কট কেটে গেছে বলেও মন্তব্য করেন তিনি। 

গণতন্ত্র মঞ্চ’জোটভুক্ত সব দল জুলাই জাতীয় সনদে সই করবে বলে জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তবে বাম গণতান্ত্রিক জোট জানিয়েছে, তারা জুলাই জাতীয় সনদে সই করবে না। দলটির নেতা বজলুর রশীদ ফিরোজ বলেন, আজ বাম গণতান্ত্রিক জোটের কাউকে আলোচনা করতে দেওয়া হয়নি। উনারা কি গোপন করতে চেয়েছিলেন? সই করার অবস্থায় আমরা নেই।

ইসলামী আন্দোলনের নেতা আশরাফ আলী আকন্দ বলেন, সনদে কোনো নোট অব ডিসেন্ট থাকতে পারবে না। নভেম্বরের মধ্যে গণভোট হতে হবে। সনদে সই করবো কিনা আগামীকালের মধ্যে জানাবো। 

গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র সংবিধানের তফসিল থেকে বাদ দিলে গণফোরাম সই করবে না। 

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আকতার হোসেন বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি আমরা চেয়েছিলাম। কিন্তু জুলাই সনদের খসড়া কীভাবে বাস্তবায়ন করা হবে—তার কোনো রোডম্যাপ পাওয়া যায়নি। ‘নোট অব ডিসেন্ট’ নিয়েও ধোঁয়াশা রয়েছে। শেষ মুহূর্তে কিছু সংশয় তৈরি হয়েছে। আমরা সই করবো কি না, তা এখনো বিবেচনাধীন রেখেছি। 

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একদিন বাকি আছে। ওইদিনই দেখা যাবে সই করবো কিনা। তবে সই নিয়ে অনিশ্চয়তা দেখি না। তিনি বলেন, নির্বাচনের দিনে গণভোট হলে, আবার কী উচ্চকক্ষের জন্য ভোট হবে? সন্তান জন্মের আগেই কাপড়চোপড় কেনার মতো অবস্থা। উচ্চকক্ষের জন্য আগে ভোট মানুষ কীভাবে হবে। সাংবিধানিক সংকট হতে পারে।  তার দাবি, গণভোট নভেম্বরে হতে হবে। আড়াই মাস সময় থাকবে নির্বাচনের। 

মন্তব্য করুন


Link copied