কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় ৬১৪ বস্তা নকল টিএসপি সার পৌরসভার ময়লা ড্যামপিং স্টেশনের গর্তে পুতে ফেলে ধ্বংস করা হয়েছে।
১৫ অক্টোবর'২৫ বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহার উপস্থিতিতে এসব সার ধ্বংস করা হয়।
উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সার গুলো ধ্বংস করা হয়।
জানা গেছে, গত বছরের ২৩ জানুয়ারি'২৪ (মঙ্গলবার) উপজেলার থেতরাই ইউনিয়ন বাজার থেকে ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী রওশন আলীর ঘর থেকে ১৩৫ বস্তা ও মাহবুবুর রহমানের ঘর থেকে ১৯৬ বস্তা এবং একই বাজারের একটি ট্রাক থেকে ২৮৩ বস্তা নকল টিএসপি সার জব্দ করে ভ্রাম্যমান আদালতের মোবাইল কোর্ট। এ ছাড়া সম্প্রতি উলিপুর পৌরসভার ব্যাবসায়ী সিদ্দিকুর রহমানের বাড়ি থেকে বিপুল পরিমাণ নকল সার ও বীজ মোবাইল কোর্টের মাধ্যমে জব্দ করা হয়।
নকল সার ধ্বংস করনের সময় উপস্থিত ছিলেন, উলিপুর উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোশাররফ হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ আফরোজা পারভীন রিফা, উপ-সহকারি কৃষি অফিসার মোস্তফা কামাল, সাহেদুর রহমান, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার তপন কুমার সিংহ, সিনিয়র মৎস্য অফিসার স্বামীমা আক্তার, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা আসিফ শাহরিয়ার।