আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৬ অক্টোবর ২০২৫ ● ১ কার্তিক ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৬ অক্টোবর ২০২৫
তিস্তা মহাপরিকল্পনার দাবিতে উত্তাল উত্তরাঞ্চল

রংপুর অচল করার হুঁশিয়ারি
তিস্তা মহাপরিকল্পনার দাবিতে উত্তাল উত্তরাঞ্চল

শেখ হাসিনা সমস্ত অপরাধের নিউক্লিয়াস: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনা সমস্ত অপরাধের নিউক্লিয়াস: চিফ প্রসিকিউটর

হাসিনা-কামালের ‘চরম দণ্ড’ চেয়েছি: চিফ প্রসিকিউটর

হাসিনা-কামালের ‘চরম দণ্ড’ চেয়েছি: চিফ প্রসিকিউটর

প্লট দুর্নীতি: পরিবারসহ শেখ রেহানার বিরুদ্ধে সাতজনের সাক্ষ্য

প্লট দুর্নীতি: পরিবারসহ শেখ রেহানার বিরুদ্ধে সাতজনের সাক্ষ্য

এইচএসসিতে নীলফামারী ১০ কলেজের কোন শিক্ষার্থী পাস করতে পারেনি

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, রাত ১২:০০

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে নীলফামারী জেলার ১০টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। বৃহস্পতিবার(১৬ অক্টোবর) দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এবিষয়ে দিনাজপুর বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম জানান, বোর্ডের অধীনে ৪৩টি কলেজের ১৮২ জন শিক্ষার্থীর কেউ পাস করেনি। তার মধ্যে নীলফামারীতে রয়েছে ১০টি কলেজের ৪০ জন। এছাড়া নীলফামারীর একটি কলেজের ৪জন শিক্ষার্থী ফরম ফিলাপ করলেও পরিক্ষায় অংশগ্রহণ না করে অনুপস্থিত ছিল। ফলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের পাসের হার শূন্য।

শুন্য পাসের হার কলেজগুলো হলো- নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ সৃজনশীল কলেজের মানবিক বিভাগের ১জন, সৈয়দপুর উপজেলার সাতপাই স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগের ১জন, কিশোরীগঞ্জ উপজেলার নয়নখাল স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগের ৫জন, জলঢাকা উপজেলার বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগের ১৫ জন, একই উপজেলার চেওড়াডাঙ্গী স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগের ৬জন, গোলমুন্ডা আদর্শ কলেজের মানবিক বিভাগের ৩জন, ডিমলা উপজেলা জিলা পরিষদ স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের ১জন ও মানবিক বিভাগের ১জন, নাউতারা বালিকা স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগের ৩জন, ডিমলা সীমান্ত কলেজের মানবিক বিভাগের ২জন ও ডিমলা গয়াখড়িবাড়ি মহিলা কলেজের মানবিক বিভাগের ২ জন। এছাড়া ডিমলা আদাবাড়ী স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগের ৪ জন পরিক্ষার্থী ফরম ফিলাপ করলেও তারা পরীক্ষায় অনুপস্থিত ছিল। 

নীলফামারী জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসের সূত্র মতে, এবছর(২০২৫) নীলফামারী জেলা ৯৩ কলেজের ১২ হাজার ১৮৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে পাস করেছে ৭ হাজার ৫২৪ জন, জিপিএ-৫ পেয়েছে ৯৮১ জন। শতকরা পাসের হার ৬১.৭৩ শতাংস। এরমধ্যে মেয়ে শিক্ষার্থী ৬ হাজার ৪৩৬ জনের মধ্যে পাস করে ৪ হাজার ২৪৭ ও ছেলে শিক্ষার্থী ৫ হাজার ৭৫৩ জনের মধ্যে ৩ হাজার ২৭৭ জন।

উল্লেখ যে, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অন্যান্য ৭ জেলার মধ্যে- কুড়িগ্রামের ৯টি কলেজের ৫৪ জন, ঠাকুরগাঁওয়ের ৬ কলেজের ২৫ জন, লালমনিরহাটে ৫ কলেজের ১৪ জন, রংপুরের ৪ কলেজের ১৫ জন, দিনাজপুরের ৪ কলেজের ১৭ জন, পঞ্চগড়ের ৩ কলেজের ১১ জন ও গাইবান্ধা জেলার ২ কলেজের ৬ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তারা কেউই পাস করেনি।

কলেজগুলো হলো- কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চার চর শৌলমারী আদর্শ মহিলা কলেজের ১৫ জন, টাপুর চর স্কুল এন্ড কলেজের ৪ জন, ফুলবাড়ী উপজেলার রাশেদ খান মেনন কলেজের ১২ জন, রাজারহাট উপজেলার সিংড়া দাবড়িহাট কলেজের ১০ জন, নাগেশ্বরী উপজেলার চিলাখান মডেল কলেজের ৬ জন, কুটিপাড়া ডাঙ্গা স্কুল ও কলেজের ৩ জন, সমাজ কল্যান মহিলা কলেজের ১জন, উলিপুর উপজেলার বাগুয়া অনন্তপুর স্কুল ও কলেজের ২ জন, ভুরুঙ্গামারী উপজেলার ডোলডাঙ্গা স্কুল ও কলেজের ১জন,

ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর মহিলা কলেজের ৮জন, আমানতুল্লাহ ইসলামিয়া একাডেমি স্কুল ও কলেজের ৫ জন, ঠাকুরগাঁও নিউ মডেল কলেজের ৪জন, রানীশংকৈল উপজেলার গোগড় কলেজের ৫ জন, বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই বাগুলাবাড়ী হাই স্কুল ও কলেজের ২ জন, পীরগঞ্জ উপজেলার এখতিয়াপুর শহীদ সালাহউদ্দীন স্কুল ও কলেজের ১ জন,

লালমনিরহাটের কালিয়াগঞ্জ উপজেলার সোনারজাট স্কুল ও কলেজের ৫ জন, একই উপজেলার শিয়াল খাওয়া কলেজের ৩ জন, দক্ষিণ ঘানাশ্যাম স্কুল ও কলেজের ২ জন, হাতিবান্ধা উপজেলার আমিনুর রহমান কলেজের ২ জন, আদিতমারী উপজেলার ভেলাবাড়ী স্কুল ও কলেজের ২ জন,

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট কলেজের ১০ জন, বিরামপুর উপজেলার বেপারীটোলা আদর্শ কলেজের ৩ জন, ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষিপুর হাই স্কুল ও কলেজের ২ জন, হাকিমপুর উপজেলার বোয়ালদাড় স্কুল ও কলেজের ২ জন,

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ধ বেগম রোকেয়া স্মৃতি বালিজা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৯ জন, বদরগঞ্জ উপজেলার কুতুবপুর বিলাতেরা হাই স্কুল ও কলেজের ৪ জন, পীরগাছা উপজেলার গান্দিরহাট স্কুল ও কলেজের ১ জন, গঙ্গাতলা উপজেলার বড়াইবাড়ী কলেজের ১ জন,

পঞ্চগড় জেলার বোদা পাইলট বালিকা স্কুল ও কলেজের ৮ জন, তেতুলিয়া উপজেলার আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজের ২ জন, বোদা উপজেলার মারেয়া মডেল হাই স্কুল ও কলেজের ১ জন,

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার গাগর হাই স্কুল ও কলেজের ৫ জন ও সাঘাটা উপজেলার জুমারবাড়ী মহিলা কলেজের ১ জন। 

মন্তব্য করুন


Link copied