মমিনুল ইসলাম রিপন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রংপুর সদর-৩ আসনে উন্নয়নের ধারণাপত্র রূপকল্প ‘সমৃদ্ধ রংপুর’ তারুণ্যের ভাবনা শীর্ষক পরামর্শ সভা করেছেন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৬ অক্টোবর) দুুপরে নগরীর স্টেশন রোডস্থ ইসলামিক ফাউন্ডেশন (৪র্থ তলা) হলরুমে এই পরামর্শ সভার আয়োজন করেন রংপুর মহানগর বিএনপি ও বৈষম্যবিরোধী নাগরিক ঐক্যের আহবায়ক সামসুজ্জামান সামু। সভায় শুরুতে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী এই নেতা অবহেলিত রংপুরকে এগিয়ে নিতে উন্নয়ন রূপকল্পে ১৯টি প্রস্তাবনা উপস্থাপন করেন।
বক্তব্যে বিএনপি নেতা সামসুজ্জামান সামু বলেন,‘সমৃদ্ধ রংপুর’ রূপকল্পে তরুণদের স্বনির্ভরতার ক্ষেত্রে বিকল্প ক্ষেত্র প্রস্তুত, কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর কৌশল গ্রহণ ও বাস্তবায়ন, শিক্ষিত বেকারদের জন্য জামানতবিহীন ঋণ কর্মসূচির ব্যবস্থা, শিল্পায়নে বন্ধাত্ব ঘোচানো, জাতীয় বাজেটে রংপুরের জন্য বৈষম্য হ্রাস ও ন্যায্যহিস্যা নিশ্চিতকরণ, নারীর ক্ষমতায়নে বিশেষ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন, স্বাধীন কণ্ঠস্বর প্রকাশের ক্ষেত্র ও পরিবেশ তৈরি, শ্যামাসুন্দরী খালকে নগরবাসীর স্বাস্থ্য ও পরিবেশবান্ধব করা এবং রংপুরকে তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থের হাব হিসেবে গড়ে তোলার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সদরবাসীর কাঙ্খিত উন্নয়ন করতে পারেনি। ‘সমৃদ্ধ রংপুর’ রূপকল্পের মাধ্যমে রংপুর-৩ সদর আসনে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, জনসংখ্যা অনুপাতে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ানো, কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব হ্রাস, রংপুর মেডিকেল কলেজসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি করে সেবা নিশ্চিত করা, স্বাস্থ্য বীমা চালু, হতদরিদ্রদের জন্য সুলভমূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। নির্বাচিত হলে নগরীতে পরিকল্পিতভাবে আবাসন ও নগরায়ন করা, আইসিটি খাতকে অগ্রাধিকার দিয়ে তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানের চর্চা বৃদ্ধি করা, উত্তরের কৃষির আধুনিকায়ন, কৃষিভিত্তিক কলকারখানা স্থাপন, হাড়িভাঙ্গা আম, আলুসহ নানা কৃষিজাত পণ্যের বাজারজাতকরণ ও রপ্তানি সহজীকরণ, যুবদের কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল চালু, ন্যায্যমজুরি নিশ্চিত করা, সেবাসহ নানা ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধ, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা, অর্থপূর্ণ কার্যকর রোডম্যাপ ঘোষণার মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য দূর করা হবে।
তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন তরাণ্বিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি ধর্মনিরপেক্ষতা ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা, জনসেবাকে সহজতর করতে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, পরিবেশ ও জলবায়ু পরির্বতন মোকাবিলায় নদী-নালা, খাল-বিল, জলাশয়, নগরীর শ্যামাসুন্দরী খাল খনন ও পানি প্রবাহ নিশ্চিত করা, পর্যটন এলাকার আধুনিকায় ও দর্শনার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করে শিল্পায়ন, জেলার ঐতিহ্যবাহী খাদ্য, উৎপাদিত পণ্যকে বিশ্ব দরবারে তুলে ধরা, লোক সংস্কৃতির সংরক্ষণ ও উন্নয়নসহ নানা কর্মপরিকল্পনা তুলে ধরেন।
মহানগর বিএনপির সদস্য সহকারি অধ্যাপক শাহিনুর রহমান শাহিনের সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ রংপুর মহানগর কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ ইমতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মহানগর কমিটির সাবেক মুখপাত্র নাহিদ হাসান খন্দকার, রংপুর পলিটেকনিক ইনস্টিডিউটের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম, কারমাইকেল কলেজের শিক্ষার্থী কামরুন নাহার জুই, মাহিগঞ্জ কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবুর রহমান সিহাব, এসময় মহানগর বিএনপির সদস্য অধ্যক্ষ মকবুল হোসেন, মহসীন আলী, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, রেজাউল ইসলাম লাবলু, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম, ২৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনুল ইসলাম মমিন, ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম সাকু, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাফিউল ইসলাম সবুজ, যুগ্ম আহবায়ক আশরাফুল আলম তমাল, যুগ্ম আহবায়ক অনীক, মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু, মহানগর ওলামা দলের আহবায়ক মাও: জামাল উদ্দিন ফয়জী, সদস্য সচিব হাফেজ নুর হক শাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় তরুণ প্রজন্মের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উন্নয়ন মূলক নানা পরামর্শ উপস্থাপন করেন।