মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে খড়ি বহনকারী পাওয়াট্রিলারের চাকা বিস্ফোরন হয়ে পাশে থাকা অটোচালককে আঘাত করে এতে ছালাম নামে এক অটো চালক নিহত হয়েছেন।
আজ বিকেল সাড়ে ৫ টায় ফুলবাড়ী উর্বশী সিনামা হলের সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত ছালাম (৪২) উপজেলা শিবনগর ইউনিয়নের চককবির উত্তরপাড়া গ্রামের তৈয়্যবুর রহমানের ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মহিবুল দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, ফুলবাড়ী - দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে পাওয়াট্রিলার ওভার লোড খড়ি নিয়ে যাবার পথে পাওয়াট্রিলার চাকা ফেটে বিয়ারিং বের হয়ে পাশে থাকা অটোচালককে আঘাত করলে অটোচালক গুরুত্বর আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেবার পথে সে মারা যায়। এবিষয়ে মামলা প্রক্রিয়াধিন।